কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার হোমনায় ৪টি মাজারে হামলাসহ দেশের বিভিন্ন দরবার, মাজার ও খানকায় ভাংচুর ও অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনার প্রতিবাদে কুমিল্লায় মদিনার কাফেলা বাংলাদেশ কুমিল্লা জেলা ও মহানগর কমিটির উদ্যোগে কুমিল্লা দারোগা বাড়ীস্থ শাহ্ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) মাজার শরীফ থেকে শুরু হয়ে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে কান্দিরপাড়স্থ পূবালী চত্বরে এসে মানববন্ধন ও সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয়।
২৪ সেপ্টেম্বর (বুধবার) বিকেলে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন, শাহ্ আবদুল্লাহ গাজীপুরী (রহ:) জামে মসজিদের খতিব ও সভাপতি মদিনার কাফেলা কুমিল্লা মহানগর সভাপতি মাওলানা মোঃ ইয়াছিন নূরী আল কাদরী।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা ডাঃ এম এ কাদের খান মাধবপুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির।
বক্তব্য রাখেন, মদিনার কাফেলা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মোঃ আবু সাঈদ নঈমী আত্ব তাহেরী, মদিনার কাফেলা কুমিল্লা মহানগর কমিটির সহ-সভাপতি মোঃ রহিম উল্লাহ রহিম, প্রতিষ্ঠাতা সদস্য সচিব মোঃ মাইনুদ্দিন রুবেল, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা পারভেজ রেজা কাদরী, ব্রাহ্মণপাড়া উপজেলা আহবায়ক মোসলেম উদ্দিন, মোঃ ফাহাদ হোসাইন প্রধান, সাংগঠনিক সম্পাদক মোঃ খলিলুর রহমান স্বাধীন, প্রকাশনা সম্পাদক মোঃ ওমর ফারুক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ আমিনুল ইসলাম, মোঃ জালাল হোসেন ও মোঃ মোবারক হোসেন।
মদিনার কাফেলা কুমিল্লা মহানগর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোঃ টিপু বখশীর উপস্থাপনায় বিক্ষোভ, মানববন্ধন ও পথসভায় বক্তব্য শেষে মিলাদ ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।