শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা-সেনাবাহিনী ও প্রশাসনের যৌথ নিরাপত্তা সমন্বয় সভা কুমিল্লায় পঞ্চগড়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে গণমাধ্যমকর্মীদের নিয়ে ওয়ার্কশপ শিক্ষকতার সময় অশোভন আচরণের অভিযোগে তদন্ত কমিটি শিক্ষার্থীদের দাবির মুখে রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি দিল মাভাবিপ্রবি প্রশাসন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য নাজুক হওয়ার কারণে নিউইয়র্কে এই হামলা শৈলকুপায় পূজামণ্ডপের দুর্গা প্রতিমা ভাঙচুর ছাতকের জাউয়ায়, যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্বার,গ্রেফতার – ৬ এশিয়ান টিভির সাংবাদিক শিহাব উদ্দিন গ্রেফতার : বিভিন্ন সংগঠনের তীব্র নিন্দা ও মামলা প্রত্যাহারের দাবি কুমিল্লায় অলি- আউলিয়ার মাজার, দরবার ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে বিক্ষোভ ও মানববন্ধন কুমিল্লায় ডা. আরিফ হায়দারকে হত্যার হুমকি : বিচারের দাবিতে মানববন্ধন
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন

কুমিল্লায় ডা. আরিফ হায়দারকে হত্যার হুমকি : বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লায় ড্যাবের (ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) সদ্য সাবেক মহানগর সাধারণ সম্পাদক ডা. আরিফ হায়দারকে হত্যার হুমকি দেয়ার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন সহকর্মী চিকিৎসকরা। এই ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার ২৪সেপ্টেম্বর বিকেলে কুমিল্লা প্রেসক্লাবের সামনে ব্যাচ ৯৫/৯৭ কুমিল্লার উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন চিকিৎসক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কুমিল্লার আলোচিত চাঁদাবাজ ও টেন্ডারবাজ, ড্যাবের সাবেক জেলা সভাপতি ডা. মাসুম হাসান ও তাঁর সহযোগীরা দীর্ঘদিন ধরে সংগঠনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছেন। সর্বশেষ তাঁরা ডা. আরিফ হায়দারকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়ে পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছেন।

বক্তারা বলেন, “এটা শুধু একজন চিকিৎসককে হুমকি নয়,সারা চিকিৎসক সমাজকেই আতঙ্কিত ও কোণঠাসা করে দেওয়ার চেষ্টা।”হুমকিদাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ড্যাবের অভ্যন্তরে সন্ত্রাস, চাঁদাবাজি ও টেন্ডারবাজির রাজনীতি বন্ধ করতে হবে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন কাজী মাসুদ রানা, আরিফুর রহমান, একেএম আকবর কবির, আশিক ইমরান, ফজলুল কবির ইমু, মামুনুর রশিদ, জাকির হোসেন, আব্দুর রহমান, আহবাব আহমেদ, আক্তার হোসেন, হিরা করিম, সুজন মহসিন, তপু সাঈদ, আশিকুর রহমান রুবেল, রাসেল মাহবুব। ওমর ফারুক, মনিরুল ভূইয়া সহ ব্যাচ ৯৫/৯৭ কুমিল্লার বহু চিকিৎসক ও সহকর্মীরা।

তারা বলেন, “আমরা কোনো অবস্থাতেই চিকিৎসকদের সম্মানহানী ও হুমকি সহ্য করব না। প্রয়োজনে দেশব্যাপী আন্দোলন গড়ে তোলা হবে।”

এ সময় বক্তারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “চিকিৎসা পেশা একটি মানবিক পেশা। এখানে হুমকি, চাঁদাবাজি, টেন্ডারবাজির কোনো স্থান থাকতে পারে না।”

উল্লেখ্য, ডা. আরিফ হায়দার সম্প্রতি কুমিল্লা মহানগর ড্যাবের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। দায়িত্ব শেষের পরও তিনি সংগঠনে সক্রিয় ছিলেন। ঠিক এই সময়ে তাঁর প্রতি এমন হুমকি আসে, যার পরিপ্রেক্ষিতে চিকিৎসক মহলে চরম ক্ষোভ বিরাজ করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক