জেসমিন জুঁই : অন্তর্বর্তী সরকারের দাওয়াতে সম্প্রতি নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপি নেতাদের ওপর জেএফকে বিমানবন্দরে পতিত ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের বর্বরোচিত হামলা তীব্রভাবে নিন্দনীয় এবং গভীর উদ্বেগজনক। এতে বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। সরকারি মেহমানদের প্রাপ্য মর্যাদা ও নিরাপত্তা প্রদানে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতাও একইসঙ্গে অমার্জনীয়।
গতকাল বুধবার বিকেলে জনতা পার্টি বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত রাজনৈতিক নেতৃবৃন্দের এক মতবিনিময় সভায় বক্তারা এ অভিমত প্রকাশ করেন। দলের নির্বাহী চেয়ারম্যান গোলাম সারোয়ার মিলনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উল্লেখ করেন, জাতীয় নির্বাচনের পথনকশা ঘোষণার পর সফল জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বর্তমানে নাজুক হয়ে পড়েছে। বড় দলগুলো একে অপরকে পতিত স্বৈরাচারের সঙ্গে আঁতাতের অভিযোগ করছে। বর্তমানে বাংলাদেশের বিভিন্ন স্থানে ফ্যাসিবাদী আওয়ামী লীগের নেতাকর্মীদের ঝটিকা মিছিল এবং নিউইয়র্কে তাদের অপতৎপরতা ফ্যাসিবাদ বিরোধী ভঙ্গুর ঐক্যেরই বহিঃপ্রকাশ।
জেপিবি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুসলীম লীগের সভাপতি জনাব মহসীন রশিদ, জেপিবি’র মহাসচিব শওকত মাহমুদ, এনপিপি’র চেয়ারম্যান শেখ সালাউদ্দিন সালু, বাংলাদেশ কংগ্রেস এর চেয়ারম্যান এ্যাড. কাজী রেজাউল হোসেন, মহাসচিব এ্যাড. ইয়ারুল ইসলাম, জাগপা সভাপতি মহিউদ্দিন বাবলু, বাংলাদেশ সংস্কার পার্টির সভাপতি মেজর(অব.) আফসারী, গনমুক্তি জোট এর প্রধান শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বাংলাদেশ জনতা ফ্রন্ট এর চেয়ারম্যান মোঃ আবু আহাদ আল মামুন (দ্বীপু মীর), বাংলাদেশ ঐক্য পার্টির সাধারণ সম্পাদক আঃ রহীম চৌধুরী,
জেপিবি’র ভাইস চেয়ারম্যান এ বি এম ওয়ালিউর রহমান খান, অ্যাডভোকেট মোঃ আব্দুল্লাহ, উপদেষ্টা ড. ফোরকান উদ্দিন আহমদ, মোঃ মোজাম্মেল হক, ভাইস চেয়ারম্যান এমএ ইউসুফ, সিনিয়র যুগ্ম মহাসচিব মোঃ আসাদুজ্জামান, যুগ্ম মহাসচিব রফিকুল হক তালুকদার রাজা, এ কে নাজমুল আহসান, শিউলি সুলতানা রুবি, আসাদুজ্জামান আসাদ, সাংগঠনিক সম্পাদক জেসমিন আক্তার, সদস্য জেসমিন জুঁই, আসমা আক্তার প্রমুখ।
সম্মিলিতভাবে একাত্তরের মুক্তিযুদ্ধের চেতনা এবং ২৪’র জুলাইয়ের চেতনা ধারণ, মধ্যপন্থায় উদার গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী উজ্জীবিত মননে ইস্পাতদৃঢ়- সর্বোপরি জুলাই সনদ এবং সংস্কার প্রশ্নে ঐক্যমত্যে বিশ্বাসী শক্তি সমূহের ঐক্যবদ্ধ অবস্থানের উপর গুরুত্ব দিয়ে নেতৃবৃন্দ বলেন, নানা অপশক্তি এখন ফাসেকি তৎপরতা ও রাজনৈতিক ফেরেববাজিতে মেতে উঠেছে। ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যকে সুদৃঢ়ভাবে ফিরিয়ে আনাই এর একমাত্র সমাধান।
সভায় সম্প্রতি গ্রেফতার হওয়া এক বিদেশি নাগরিকের কথিত বয়ানসূত্রে একশ্রেণীর পত্র-পত্রিকায় জনতা পার্টি বাংলাদেশ ও এর চেয়ারম্যান জাতীয় ব্যক্তিত্ব ইলিয়াস কাঞ্চন এবং আরও রাজনৈতিক দলের বিরুদ্ধে মনগড়া অপপ্রচারের তীব্র নিন্দা জানানো হয়।