বিশেষ প্রতিনিধি : ইউনিভার্সিটি অফ এ্যালামনি এসোসিয়েশন এর নির্বাচনে পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলার মোঃ ছিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।
আজ ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক উৎসব মুখর পরিবেশে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২১৮ জন প্রাক্তন শিক্ষার্থী ভোট দান করেন। ১৩৩ ভোট পেয়ে মোঃ ছিদ্দিকুর রহমান প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী মোঃ বখতিয়ার কামাল মজুমদার পেয়েছেন ৭৩ ভোট।
ভোট গননা শেষে ফলাফল ঘোষনা করেন অর্ন্তবর্তিকালীন কমিটির আহবায়ক, ইউনিভার্সিটি অফ স্কলার এর রেজিষ্টার ক্যাপ্টেন মোবাশ্বের আলী খন্দকার পিএসসি (অব.)। এ সময় অর্ন্তবর্তিকালীন কমিটির সকল সদস্য, প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও ভোটারগন উপস্থিত ছিলেন।