কুমিল্লা প্রতিনিধি : আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লার ঈশ্বর পাঠশালার মহেশাঙ্গন প্রাঙ্গণে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে নিরাপত্তা বিষয়ক এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা সদর উপজেলার নির্বাহী অফিসার।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধিনায়ক, ২৩ বীর। এছাড়াও কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার, র্যাব-১১ সিপিসি-২ এর প্রতিনিধি, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ, আনসার ও ভিডিপির জেলা কমান্ড্যান্ট এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জেলা পর্যায়ের প্রতিনিধিরা অংশ নেন।
আলোচনায় বক্তারা বলেন, সেনাবাহিনী এবং সনাতন ধর্মাবলম্বী জনগোষ্ঠীর মধ্যে সবসময় আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। এই সমন্বয় সভা সেই সম্পর্কেরই প্রতিফলন। পূজাকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করাই সবার অঙ্গীকার।
নিরাপত্তা জোরদার ও পূজা নির্বিঘ্ন করতে আলোচনায় যেসব বিষয় গুরুত্বের সঙ্গে উত্থাপিত হয়—পূজা মণ্ডপ এলাকায় ব্যাগ চেকিং ব্যবস্থা, সিসি ক্যামেরা সচল রাখা ও পর্যবেক্ষণ,দ্রুত যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপ সক্রিয় রাখা,ঝুঁকিপূর্ণ মণ্ডপ চিহ্নিতকরণ ও নজরদারি বাড়ানো,অগ্নি নির্বাপক যন্ত্র রাখা ও ব্যবহার নিশ্চিতকরণ সভায় সংশ্লিষ্ট সকল দপ্তর আশ্বাস দেন যে, পূজার সময় আইনশৃঙ্খলা ও নিরাপত্তা রক্ষায় সবাই একযোগে কাজ করবে।