আজ ১৯শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ৪ঠা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

সিরাজগঞ্জের সলঙ্গায় মাদীনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের সলঙ্গায় মাদীনাতুল উলুম কওমিয়া হাফিজিয়া মাদ্রাসার ৪৪তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অত্র মাদ্রাসার উদ্যোগে মঙ্গলবার বাদ আসর থেকে শুরু করে রাত ১২টা পর্যন্ত চলমান ওয়াজ মাহফিলে প্রাণীসম্পদ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক ও অত্র মাদ্রাসার সভাপতি মুহাম্মাদ শাহ জামাল এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে কোরআন ও হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দেশবরেণ্য আলেম,আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মোফাসসিরে কোরআন আল্লামা আব্দুল বাসেত খান সিরাজী,দ্বিতীয় আলোচক হিসেবে আলোচনা করেন মাওলানা তাজউদ্দিন ফিরোজী, তৃতীয় আলোচক হিসেবে আলোচনা করেন মাওঃ মোঃ আনিসুর রহমান আল হাদী সহ অন্যান্য ওলামায়েকেরামগণ। এসময় উক্ত ওয়াজ মাহফিলে অত্র প্রতিষ্ঠান থেকে এবছর ১০জন হিফজ সমাপনকারী হাফেজ ছাত্রদের দেস্তারবন্দি (সম্মানী পাগড়ী) প্রদান করা হয়েছে। পরিশেষে উক্ত ওয়াজ মাহফিলে অত্র এলাকার সকল মৃতব্যক্তিদের রুহের মাগফিরাত কামনা করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ