আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

শাহজাদপুর প্রেস ক্লাব সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠিত 

মোঃ আখতার হোসেন হিরন, সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জের শাহজাদপুরে ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে শাহজাদপুর প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে বর্ণাঢ্য সংবর্ধনা দেয়া হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় রংধনু মডেল স্কুলের মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংধনু মডেল স্কুলের অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহীন। স্কুলের ৯ম শ্রেনীর শিক্ষার্থী তাবাসসুম কামাল অহনার সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ শহিদুল ইসলাম শাহিন। অন্যদিকে স্কুলের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন মাহফুজা আকতার মিম। এছাড়া উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি এম এ জাফর লিটন, সাধারণ সম্পাদক আল আমিন হোসেন, সাবেক সভাপতি বিমল কুন্ডু, সহ-সভাপতি রাসেল সরকার, সহ-সভাপতি শফিউল হাসান চৌধুরী লাইফ, যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া মাহমুদ প্রমুখ।পরে রংধনু মডেল স্কুলের পক্ষ থেকে অধ্যক্ষ ও শিক্ষকবৃন্দ প্রেস ক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদের নেতৃবৃন্দকে অভিনন্দন স্মারক প্রদান করে সংবর্ধিত করেন। এর আগে সাংবাদিক নেতৃবৃন্দ রংধনু মডেল স্কুলে প্রবেশ করলে স্কুলের শিক্ষক – শিক্ষার্থীরা তাদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরন করে নেয়। অনুষ্ঠানে রংধনু মডেল স্কুলের শিক্ষক – শিক্ষার্থী ও গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ