আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

আগামী ৮ নভেম্বর ইতিহাসের স্মরণ কালের সেরা র‍্যালি করতে চাই : আমিনুল হক 

নিজেস্ব প্রতিবেদক : আগামী ৮ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার নয়াপল্টনে আমরা বাংলাদেশের ইতিহাসে স্মরণ কালের সেরা র‍্যালি করতে চাই বলেছেন, বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক।

তিনি বলেন, ৮ নভেম্বর এর বর্নাঢ্য র‍্যালি নিয়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। থানা ওয়ার্ড ও ইউনিটের সকল পর্যায়ের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশ গ্রহণে র‍্যালি সফল করতে হবে। ওই দিন কেউ ঘরে বসে থাকতে পারবে না।

আজ (০৫ নভেম্বর) মঙ্গলবার বিকেলে নয়াপল্টনস্হ ভাসানী ভবন মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর বিএনপির নবগঠিত কমিটির সাংগঠনিক যৌথ সভায় সংগঠনটির আহবায়ক আমিনুল হক সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ধরে তার বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে নিরলস পরিশ্রমের মাধ্যমে সংগঠনকে ধরে রেখেছেন। আজকে দল এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদের ওপরে বিশ্বাস ও আস্থা রেখে আমাদেরকে কমিটি দিয়েছেন, আমরা প্রত্যাকেই ঈমানি দায়িত্ব মনে করে তা পালন করবো, ইনশাআল্লাহ।

তিনি বলেন, আমরা সকলেই পরিপূর্ণ সততা ও নিষ্ঠার সাথে এই দায়িত্ব পালন করবো, দলের সবাইকে সাথে নিয়ে একসাথে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাবো।

বাংলাদেশের ১৮ কোটি মানুষের যে প্রত্যাশা, যে চাওয়া, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন।সেই নির্বাচনে আমরা কিভাবে এখন থেকেই প্রস্তুতি নিতে পারি, সেই লক্ষ্য নিয়ে আমাদের কাজ করতে হবে। কিভাবে সংগঠনকে সাংগঠনিক ভাবে শক্তিশালী করা যায়, এদেশের মানুষের যে প্রত্যাশা, এদেশের জনগণ যে বিএনপিকে ভালোবাসে, জাতীয়তাবাদী আদর্শকে ভালোবাসে, বিএনপির প্রতীক ধানের শীষ কে ভালোবাসে, সেই ধানের শীষ কে কিভাবে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি।

তিনি আরও বলেন, আমাদের সকলের প্রিয়নেত্রী বেগম খালেদা জিয়া- দেশনায়ক তারেক রহমানের বার্তা, আমরা কিভাবে বাংলার মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে পারি- সেই বিষয়গুলো সামগ্রিক ভাবে চিন্তা বিবেচনায় নিয়ে আমাদের আগামী দিনের কমিটি গুলোকে ঢেলে সাজাতে হবে।

অন্তবর্তীকালীন সরকারের কাছে আহবান জানিয়ে বিএনপি এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৫ বছর ধরে এদেশের জনগণ ভোট দিতে পারে নাই। জনগণ ভোট দিতে চায়, তাই অতি দ্রুত সময়ের ভিতরে বাংলাদেশের জনগণের প্রত্যাশা অনুযায়ী একটা অবাধ- সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দিন।

নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক এর সঞ্চালনায় মহানগর উত্তরের সদস্য সচিব হাজী মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, এস এম জাহাঙ্গীর হোসেন, ফেরদৌসী আহমেদ মিষ্টি বক্তব্য রাখেন।

সভায় ঢাকা মহানগর বিএনপি নেতা আখতার হোসেন, হাজী মোঃ ইউসুফ, সাবেক কাউন্সিলর আলী আকবর, তহিরুল ইসলাম তুহিন, জাহাঙ্গীর মোল্লা, মিজানুর রহমান বাচ্চু, ফয়েজ উল্লাহ ফরু, আবুল হাশেম, আফতাব উদ্দিন জসীম, হানিফ মিয়া,আবুল হোসেন আব্দুল, হুমায়ুন কবির রওশান, হাফিজুর রহমান শুভ্র, মাহাবুব আলম মন্টু, আব্দুস সালাম সরকার,স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর সভাপতি শেখ ফরিদ, সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনি, ছাত্রদল ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক জুয়েল হাসান রাজ, মহিলাদল ঢাকা মহানগর উত্তর এর যুগ্ম আহবায়ক লাইলী বেগম,উত্তরা পশ্চিম থানা বিএনপির নেতা মোঃ আব্দুস ছালাম, উত্তরখান থানা বিএনপির আহবায়ক রফিকুল ইসলাম খান মেম্বার, পল্লবী থানা বিএনপির আহবায়ক কামাল হুসাইন খান,যুগ্ম আহবায়ক আনিছুর রহমান, আব্দুর রহমান, রুপনগর থানা বিএনপির আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিনিয়ার মজিবুল হক, শেখ হাবিবুর রহমান হাবিব, বিমানবন্দর থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেন দিলু, মোহাম্মদপুর থানা বিএনপির যুগ্ম আহবায়ক এনায়েতুল হাফিজ, যুগ্ম আহবায়ক এম এস আহমাদ আলী, মীর কামাল, তুরাগ থানা বিএনপির যুগ্ম আহবায়ক হারুনুর রশীদ খোকা, জহিরুল ইসলাম,মোঃ চান মিয়া, আলী আহমদ, দক্ষিণখান থানা বিএনপি যুগ্ম আহবায়ক হেলাল তালুকদার, দেওয়ান মোঃ নাজিম উদ্দীন, আনোয়ার হোসেন জমিদার, উত্তরাপূর্ব থানা বিএনপি যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম খান, আদাবর থানা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক সাদেক হোসেন স্বাধীন, কামাল হোসেন সরকার, কাফরুল থানা বিএনপির যুগ্ম আহবায়ক আকরামুল হক, সাব্বির দেওয়ান জনি, ক্যান্টেনমেন্ট থানা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ শফিকুর রহমান রতন, ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি নজরুল ইসলাম নজু, মোহাম্মদপুর থানার ৩৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এ্যাড মাসুম খান রাজেশ সাধারণ সম্পাদক ওসমান রেজা, ৩৩ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সভাপতি ওসমান গনী সেন্টু, তেজগাঁও থানার ২৫ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাশেম মিয়া, আদাবর থানার ৩০ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম বিশ্বাসসহ ২৬ টি থানা ও ৭১ টি ওয়ার্ড বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ