নিজস্ব প্রতিবেদক : আজ ২৭ নভেম্বর বুধবার, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে শহীদ আসিফ ইকবালের পরিবারের পাশে দাঁড়িয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (IUB)-এর মেধাবী শিক্ষার্থী আসিফ ইকবাল জুলাই-আগস্ট অভ্যুত্থানে মিরপুর পল্লবীর ১০ নম্বর গোল চত্বরে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। তাঁর পরিবারের খোঁজখবর নিতে এবং সহানুভূতি জানাতে শহীদের বাসভবনে যান ছাত্রদলের নেতাকর্মীরা।
আসিফের বাবা এম এ রাজ্জাক একজন অবসরপ্রাপ্ত মেকানিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। তিনি জিয়াউর রহমানের সময় খাল খননের কাজে অংশ নিয়েছিলেন। বর্তমানে তিনি নতুন একটি চাকরির প্রয়োজন অনুভব করছেন। আসিফের মা রাবেয়া সুলতানা সংসার সামলাচ্ছেন।
আসিফের একমাত্র বোন রাশনা শারমিন মাষ্টার্স সম্পন্ন করেছেন। তাঁর স্বামী সৌদি প্রবাসী। শাশুড়ি বাড়ি সিরাজগঞ্জ হলেও বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করছেন। পরিবারের আয়ের একটি উৎস এবং স্থায়ী আবাসনের ব্যবস্থা তাঁর জন্য জরুরি হয়ে দাঁড়িয়েছে।
পরিবারটি বর্তমানে চরম অর্থনৈতিক সংকটে দিন পার করছে। চার মাস ধরে তারা বাসা ভাড়া দিতে পারছেন না।
এ সময় উপস্থিত ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. আবু হোরায়রা, সাধারণ সম্পাদক এম রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু, সিনিয়র সহ-সভাপতি মো. রিসালাত ইসলাম সজীব, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল হক সাইমুন।
নেতৃবৃন্দ শহীদ পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। তাঁরা বলেন, শহীদ আসিফ ইকবালের ত্যাগ ও অবদান কখনোই বিস্মৃত হবে না। দেশের জন্য আত্মত্যাগকারী এই বীরের পরিবারের পাশে সবসময় থাকবে বিএনপি ও ছাত্রদল।
বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই উদ্যোগ শহীদ পরিবারের প্রতি তাদের দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত এবং তারেক রহমানের মানবিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
Leave a Reply