আজ ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

১৯ বছর পর কুমিল্লায় জামায়াতের কর্মী সম্মেলন

মোহাম্মদ শাহাদাত আলম অন্তর : দীর্ঘ প্রায় ১৯ বছর পর আগামী ৬ ডিসেম্বর শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা মহানগর শাখার কর্মী সম্মেলন।

এদিন সকাল ৮টায় কুমিল্লা টাউন হল ময়দানে আয়োজিত সম্মেলনে দলটির কেন্দ্রীয় আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথি ও নায়েবে আমীর সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মু. তাহের প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।

এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় নেতা মওলানা এটিএম মাছুম, মওলানা আব্দুল হালিম, মুহাম্মদ আবদুর রব, অ্যাড. জসিম উদ্দিন সরকার, কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাড. মু. শাহজাহান ও কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন। এর আগে সর্বশেষ ২০০৫ সালে কুমিল্লা টাউন হল ময়দানে জেলা জামায়াতের কর্মী সম্মেলন হয়েছিল। আজ বুধবার (৪ ডিসেম্বর) কুমিল্লা টাউন হল মিলনায়তনে এক প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমীর কাজী দ্বীন মোহাম্মদ। মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেলের সঞ্চালনায় প্রেস ব্রিফিংয়ে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কুমিল্লা দক্ষিণ জেলা আমীর অ্যাড. মু. শাহজাহান, উত্তর জেলা আমীর আব্দুল মতিন, মহানগরী জামায়াতের নায়েবে আমীর মো. মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, মহানগর জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান, সহকারী সেক্রেটারী সাবেক কাউন্সিলর মোশারফ হোসাইন, নাছির আহম্মেদ মোল্লা প্রমুখ। এসময় দলটির জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রেস ব্রিফিংয়ের শুরুতে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে নেতৃবৃন্দ জানান, দীর্ঘ প্রায় ১৯ বছর পর অনুষ্ঠেয় এ সম্মেলনে ১০ সহ¯্রাধিক কর্মীর সমাগম হবে। কুমিল্লা টাউন হল মাঠে পুরুষদের জন্য এবং প্রজেক্টরের মাধ্যমে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মহিলাদের জন্য আয়োজন থাকবে। এ কর্মী সম্মেলনকে কেন্দ্র করে কুমিল্লা টাউন হল মাঠ, কান্দিরপাড় ও আশপাশের এলাকা জনসমুদ্রে পরিণত হওয়ার আশা প্রকাশ করেন তারা। কর্মী সম্মেলনস্থল ঘিরে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার প্রস্তুতি নেয়া হয়েছে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ