রোমান আহমেদ, জামালপুর প্রতিনিধি : জামালপুরে মহান বিজয় দিবসকে ঘিরে ফুলের দোকানগুলোতে ফুল বিক্রি ও পুষ্পার্ঘ্য তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুল বিক্রেতারা।
প্রতিটি দিবসকে ঘিরে রমরমা হয় ফুলের ব্যবসা। এরমধ্যে মহান বিজয় দিবস অন্যতম। বিজয় দিবসকে কেন্দ্র করে আগে থেকেই ফুল ব্যবসায়ীরা প্রস্তুতি নিয়ে রেখেছিলেন। তবে এবছর তেমন বিক্রি নেই বলে জানান ব্যবসায়ীরা।
আজ রবিবার (১৫ ডিসেম্বর) রাতে জামালপুর শহরের দয়াময়ী মোড় এলাকায় ফুলের দোকান গুলোতে দেখা যায় বিক্রেতা আগে থেকে তৈরি করা ফ্রেমে ফুল সাজানোর কাজে ব্যস্ত রয়েছেন। বাহারি ফুলে সেজেছে পুষ্পার্ঘ্যগুলো।
ফুল বিক্রেতা করুন মিয়া বলেন, কাল থেকে একটু বেশি তৈরি করতেছি। আগে থেকেই অর্ডার করা অনেক গুলো পুষ্পার্ঘ্য তৈরি করছি।আরো নতুন করে আজ অর্ডার আসতাছে সেগুলো তৈরি করতে হবে। ছোট সাইজের পুষ্পার্ঘ্য ৭শ থেকে ৮শ টাকায় বিক্রি হচ্ছে। মাঝারি ১ হাজার থেকে ১২শত টাকায় আর বড় সাইজ ১৮শত থেকে ২ হাজার টাকায় অর্ডার নিয়েছেন বলে জানান তিনি।
পুষ্পার্ঘ্য তৈরির কারিগর মো. রুমি মিয়া বলেন, গত বছর যে হারে বানাইছি এই বছর তার অর্ধেকও না। এ বছর তেমন লাভ হবে বলে মনে হয় না।
পুষ্পার্ঘ্য কিনতে আসা ইমরান মাহমুদ বলেন, গত বছর দু’দিন আগেই অর্ডার দিতে হয়েছিল। তবে এবছর তেমন ভিড় নেই। আজকেও অর্ডার দিয়ে পুষ্পার্ঘ্য তৈরি করতে পারছি। তবে এবছর দাম একটু বেশি মনে হচ্ছে।