আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

যানজট নিরসনে নতুন উদ্যোগ

মোঃআল-আমিন বিশ্বাস, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি : যানজট নিরসনে চরফ্যাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক রাসনা শারমিন মিথির উদ্যোগে আজ বুধবার ০১.০১.২৫ ই তারিখ থেকেই নতুন সাজে সজ্জিত হয় চরফ্যাসন বাজারের সদর রোডসহ বাজারের বিভিন্ন অলিগলি। বছরে শুরুর সকাল থেকেই যানজট মুক্ত করতে চরফ্যাসন সদর রোডে কোন যামবাহনে দাঁড়াতে দেয়া হয়নি। বাজারের ভিতর থেকে ঝটলা পাকানো সকল ব্যাটারী চালিত রিকশা বোরাককে সদর রোড থেকে সরিয়ে দেয়া হয়। বাজারের যত্রতত্র দাঁড়িয়ে যাত্রী ওঠা নামা করা এবং অপ্রয়োজনে যেখানে সেখানে দাঁড়িয়ে থাকতে দেয়া হয়নি।

এতে চিরচেনা যানজটের চরফ্যাসন বাজার পরিনত হয়েছে যানজটবিহীন এক নতুন শহরে।

উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে কাজ করার জন্য স্বেচ্ছাসেবি নিয়োগ দেয়া হয়। এতে বাজারে অনেক সুন্দর পরিবেশ তৈরি হয়। আজ বাজারে কোথায়ও কোন ঝটলা পাকানো বা জ্যামের সৃষ্টি হয়নি, হয়নি কোন ধরনের বিশৃংখল পরিবেশ।

এই উদ্যোগকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশন উপজেলার ব্যবসায়ী, রাজনীতিবিদ, সুশীল সমাজ, সাংবাদিক ও জনসাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ