আজ ২৭শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ১০ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

বাউফল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালী জেলার বাউফল প্রেসক্লাবের ২০২৫ সালের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে প্রেসক্লাবের বীর উত্তম সামসুল আলম তালুকদার মিলনায়তনে এ অভিষেক অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুজ্জামন বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠানে নবনির্বাচিত ১৩ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি সহকারি কমিশনার ভূমি প্রতীক কুমার কুন্ডু।

এ সময় উপস্থিত ছিলেন বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামাল হোসেন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার মোঃ নূরনবী, ওসি তদন্ত মোঃ আতিকুর রহমান, পরিসংখ্যান অফিসার মোঃ সবুজ,উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ অলিউর রহমান, প্রেসক্লাব দুমকির সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, বাউফল রিপোটার্স ইউনিটির সভাপতি মোঃ ছিদ্দিকুর রহমানসহ প্রমুখ।

উল্লেখ্য,গত ৩০ ডিসেম্বর বাউফল প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির নিবার্চন সস্পূর্ণ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ