শাহাদাত হোসেন নোবেল, দিঘলিয়া (খুলনা) : আজ বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের বিভাগীয় গনসমাবেশ অনুষ্ঠিত খুলনার ডাকবাংলো সোনালি ব্যাংকের সামনে। উক্ত সমাবেশকে কেন্দ্র করে খুলনা শহরে ছিল উৎসব মুখর পরিবেশ।
খেলাফত মজলিসের বিভাগীয় গণসমাবেশ প্রধান অতিথি ছিলেন আলহাজ্ব মওলানা রফিকুল রহমান, চেয়ারম্যান অভিভাবক পরিষদ বাংলাদেশ খেলাফত মজলিশ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মওলানা মামুনুর হক, মহা সচিব বাংলাদেশ খেলাফত মজলিস। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মওলানা মুজিবর রহমান, সভাপতি খুলনা জেলা বাংলাদেশ খেলাফত মজলিস।
বক্তারা শৈরাচার ফ্যাসিবাদি আলেম বিদ্বেষী শেখ হাসিনার আলেমদের প্রতি জুলুম নিপীরনের চিত্র তুলে ধরেন।
বিভাগীয় গনসমাবেশের এ কর্মসূচির মাধ্যমে জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলেও উল্লেখ করেন তারা।
তারা আরও বলেন, জামায়াতে ইসলামী এবং চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলনসহ সব ইসলামী দলকে সংগঠিত করে তৃতীয় শক্তির আবির্ভাব ঘটানোর প্রচেষ্টা চলছে। এর মাধ্যমে ইসলামী দলগুলোকে নিয়ে জোট গঠনেরও চেষ্টা অব্যাহত রয়েছে। এ ক্ষেত্রে মত পার্থক্য ও অন্যান্য ছোট খাটো সমস্যা থেকে বেরিয়ে এসে দল নিরপেক্ষ সরকারের অধীনেই জাতীয় নির্বাচনকেই প্রাধান্য দেওয়া হচ্ছে।
Leave a Reply