আজ ১লা আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই জুন, ২০২৫ খ্রিস্টাব্দ

রাজিবপুরে প্রান্তিক পর্যায়ের কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ 

আতাউর রহমান, চররাজিবপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি :

কুড়িগ্রাম জেলার চর রাজিবপুর উপজেলাধীন রাজিবপুর সদর ইউনিয়নে ২০২৪-২৫ ইং অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় প্রান্তিক কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

রাজিবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সভাপতিত্বে স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন চর রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী।

উপজেলার সদর ইউনিয়ন রাজিবপুরের বিভিন্ন ওয়ার্ডের প্রান্তিক পর্যায়ের ১৩০ জন কৃষকের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করার কাজ উদ্বোধন করা। হয় কৃষিনির্ভর এই ইউনিয়নের কৃষকদের কষ্ট লাঘবের জন্য এবং কৃষি খাতের উন্নয়নের জন্য এই স্প্রে মেশিন ব্যবহার করার পরামর্শ দেয়া হয়।

চর রাজিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী বলেন, উপজেলার রাজিবপুর সদর ইউনিয়নের প্রান্তিক পর্যায়ের সাধারণ কৃষকদের মাঝে এই স্প্রে মেশিন বিতরণ করা হয়েছে।

তিনি কৃষকদের উদ্দেশ্যে আরো বলেন এই স্প্রে মেশিন খোলা বাজারে বিক্রি না করে কৃষকরা ব্যবহার করলে রাজিবপুরের কৃষির খাতের উন্নয়ন হবে। আর কৃষি খাতের উন্নয়ন হলে গোটা বাংলাদেশের উন্নয়ন হবে।

স্প্রে মেশিন বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি চর রাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে এলাহী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরজপুর উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক মোখলেসুর রহমান, জামাআতে ইসলাম বাংলাদেশের এর চর রাজিবপুর উপজেলা শাখার আমির মাওলানা আবুল বাশার মোহাম্মদ আব্দুল লতিফ, চর রাজিব পুর উপজেলা প্রকৌশলী সৌরভ কুমার সাহা,চর রাজিবপুর উপজেলা কৃষি কর্মকর্তা রতন মিয়া, ফ্রেন্ডশিপ সু শাসন প্রকল্পের আইনী ও সাধারণ তথ্য সভা কেন্দ্রের প্যারালিগাল মোঃ আলতাফ হোসেন, ইউনিয়ন পরিষদের উদ্যোক্তা মোখলেসুর রহমান সহ আরো অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ