বিনোদন প্রতিবেদক : এবারের ঈদুল আজহায় নতুন গান নিয়ে আসছেন সঙ্গীতশিল্পী পারভিন লিসা। গানটির শিরোনাম দেয়া হয়েছে “দুঃখ বন্দনা”। গানটির গীতিকার ফাহদ হোসেন। সুর করেছেন সৌরভ হালদার। গানটি মিউজিক করেছেন তমাল হাসান। গানটির শিল্পী পারভীন লিসা ও সৌরভ হালদার।
গানটির মিউজিক এর কাজ শুরু হয়েছে। সব ঠিক থাকলে আসছে ঈদ উল আযহায় গানটি রিলিজ এর কথা রয়েছে। গানটির মিউজিক ভিডিও হবে ঢাকা ভিতরে কয়েকটি লোকেশনে।
পারভিন লিসা বলেন, এবারের গানটি শ্রোতাদের মন কাড়বে বলে আশা করছি। এবারের গানটি একটু ক্লাসিক্যাল ঘরনার। গানটির কথা চমৎকার। গীতিকার ফাহদ হোসেনের সাথে এটি প্রথম কাজ। তাছাড়া তমাল হাসান দুর্দান্ত মিউজিকের কাজ করছেন বলে জানান এই শিল্পী।
লিসা বলেন, সৌরভ হালদার গানটি চমৎকার ভাবে গলায় তুলেছেন। আমাদের দুইজনের এটি প্রথম দ্বৈত গান।
এর আগে পারভীন লিসার ছয়টি মৌলিক গান রিলিজ হয়েছে। ভিন্ন ভিন্ন ধাঁচের গানগুলো দিয়ে এই শিল্পী ইতিমধ্যেই তার শ্রোতাদের মন জয় করেছেন। এবারের গানটিও তার শ্রোতাদের মনে জায়গা করে নিবে বলে আশা করছেন তিনি। আসছে ঈদেই এই গানটি রিলিজ হবার কথা রয়েছে। এখন শুধু অপেক্ষার পালা।