আহমেদ অপু : গত ১৭ টি বছর এই কুমিল্লার বিএনপির তৃণমূল হতে শুরু করে সকল স্তরের নেতাকর্মী, অত্যাচারীত, নির্যাতিত, হাজার হাজার নেতাকর্মীদের ছায়ার মত আগলে রেখেছেন। যিনি দলের দুর্দিনে আওয়ামী লীগ শাসন আমল পুরোটা দলের অস্তিত্ব রক্ষায় লড়াই সংগ্রামে দাপিত করেছেন, নেতৃত্ব দিয়েছেন। তিনি হলেন বিএনপি চেয়ারপার্সন এর উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন। যিনি ইচ্ছে করলে দলের দুর্দিনে কোন অজুহাতে এড়িয়ে চলে নিজের কাজে মনোনিবেশ করতে পারতেন, কিন্তু তা তিনি করেননি। তৎকালীন হরতাল অবরোধ দলীয় প্রত্যেকটি প্রোগ্রামে নিজে উপস্থিত থেকে আন্দোলন-সংগ্রাম বেগবান করেছেন। ইচ্ছে করলে পারতেন কোন অজুহাতে নেতাকর্মীদের রেখে বিদেশে বসে থাকা বা ঢাকায় কোন ক্লাবে আড্ডা দিতে। কিন্তু তিনি দল ও দেশের স্বার্থে তা করেন নি। এক বিন্দু দলের সাথে প্রতারণা করেন নি। তিনি ব্যবসায়ী ছিলেন, ইচ্ছে করে কোন অজুহাতে যে প্রোগ্রামে রিস্কি আছে এগুলো এড়িয়ে চলেন নি। তিনি বরং নিজের উপস্থিত থেকে কর্মীদের উৎসাহ ও সাহস যুগিয়ে দলের আপমর নেতাকমীদের সহ দলীয় কমকান্ড গুলো সফল করতে এক বিন্দু পিছ পা হননি। জেলা ও কেন্দ্রে হাজী আমিনুর রশীদ ইয়াছিন আহমেদ অপু রাজনৈতিক কমকান্ড, দূরদর্শিতা ও দুর্দিনে দলের জন্য নিবেদিতপ্রাণ, অকান্ত পরিশ্রম এর জন্য জেলার সর্বোচ্চ দায়িত্ববার পেয়েছেন। সে সময় কেন্দ্রীয় ও জেলায় তাদের চোখে হাজী আমিনুর ইয়াছিন ছাড়া আর কাউকে চোখে পড়ে নি। ওনারা দলের ক্রাইসিস মুহূর্তের নেতা হিসেবে বেছে নিয়েছেন কুমিল্লার হাজী আমিনুর রশীদ ইয়াছিনকে। তিনি বাংলাদেশের শিল্প উদ্যোক্তারা মধ্যে ও একজন। গত ১৭ টি বছর দলের জন্য শ্রম, ত্যাগ নেতাকর্মীদের মামলা-হামলা, জেল-জুলুমের স্বীকার তাদের সহযোগিতা ও দায়িত্ব পালন করছেন। উনি পিছিয়ে পড়া মানুষদের জন্য কর্মসংস্থান এর সুযোগ সৃষ্টি করেছেন। দুর্দিনে দলের মর্যাদায় তিনি অবিচল ছিলেন এর ফলে জেলার পাশাপাশি কেন্দ্রীয় ভাবে দায়িত্ব পেয়েছেন।করোনা ভাইরাস বন্যা, খড়া, জলোচ্ছ্বাসের মতো প্রাকৃতিক দুর্যোগের সময় দলের হয়ে পাশে দাড়িয়েছেন দূর্গত এলাকার মানুষের পাশে। দলের দায়িত্ব পালনে ছিল অবিচল। জনগনের সাথে দীর্ঘ পথচলায় ফলে নিবিড় সম্পর্ক তৈরি হয়েছে পাড়া মহল্লা শহর গ্রামে। নতুন করে তাকে পরিচয় করার কিছুই নেই। সততাও বিশ্বাসে নেতাকর্মীরাসহ কুমিল্লার ৬ আসনের মাটি ও মানুষের নেতা হিসেবে উপাধি পেয়েছেন হাজী আমিনুর রশীদ ইয়াছিন।এ জনপদের মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন দুই যুগ ধরে। হাজী আমিনুর রশীদ ইয়াছিনই একমাত্র অধিকারী আগামীর নির্বাচনে কুমিল্লার ৬ আসন বিনির্মাণে। তিনি একমাত্র কুমিল্লার ৬ আসন এর অধিকারী। তিনি দল থেকে মনোনীত নাা হওয়ায় রিপোর্ট লেখা পর্যন্ত কুমিল্লা বিশ্বরোডে রাস্তা বন্ধ করে প্রতিবাদ করছেন দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।