গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে জুলাই উপলক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষ রোপন ও নারীদের সাবলম্ভী করার লক্ষ্যে উপজেলার বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত অসহায় নারীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা পরিষদের প্রশাসক এবং কালীগঞ্জ পৌরসভার প্রশাসক তনিমা আফ্রাদ এর সভাপতিত্বে উপজেলার ২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৪ টি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারাগাছ এবং তিনটি ট্রেডে প্রশিক্ষন নেয়া ২০ জন প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে ২০ টি সেলাই মেশিন হস্তান্তর করা হয়। তৃতীয় নগর পরিচালনা ও অবকাঠামো উন্নতকরণ সেক্টর প্রকল্পের জেন্ডার একশন প্ল্যান এর আওতায় কালীগঞ্জ পৌরসভার নিজস্ব অর্থায়নে প্রশিক্ষণ পরবর্তী ১ম, ২য় এবং ৩য় স্থান অধিকারীদের মাঝে এ সেলাই মেশিন বিতরণ করা হয়।
বৃহস্পতিবার ৩ জুলাই দুপুরে কালীগঞ্জ পৌরসভার সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ইসমাইল ভুইয়া, সমাজ সেবা অফিসার আফরোজা বেগম, পৌর প্রকৌশলী মন্নুর আহম্মেদ, জুলাই যোদ্ধা শরিফুল ইসলাম ও মোঃ নাদিম হোসেন, পৌরসভার কর্মকর্তা- কর্মচারীসহ স্থানীয় গণমাধ্যম কর্মীবৃন্দ। বক্তৃতায় পৌর প্রশাসক বলেন, দরিদ্র জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে পৌরসভার পক্ষ হতে ব্যাপক কর্মসূচী নেয়া হয়েছে। মহিলারা এ সেলাই মেশিনের যথাযথ ব্যবহার করতে পারলে পৌরসভার এ প্রচেষ্টা সফল ও স্বার্থক হবে।