কুমিল্লা প্রতিনিধি : সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারসহ, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবিতে কুমিল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ১লা নভেম্বর শনিবার দুপুরে কুমিল্লা প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাহীন মির্জার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, সাবেক সাধারণ সম্পাদক সাইয়িদ মাহমুদ পারভেজ, কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ শাহ আলম শফি, সাধারণ সম্পাদক আবদুল জলিল ভূঁইয়া, কুমিল্লা সাংবাদিক পরিষদের সভাপতি ওমর ফারুকী তাপস, সাংবাদিক নেতা সাদিক হোসেন মামুন, ইমতিয়াজ আহমেদ জিতু।
বক্তারা বলেন, সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার সহ, নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড গঠনসহ ২১ দফা দাবি যেন অতি দ্রুত মেনে নিয়ে বাস্তবায়ন করা হয়।যদি এর ব্যক্ত ঘটে আমরা ভবিষ্যতে আরো কঠোর আন্দোলনে যেতে বাধ্য থাকিব।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন, দৈনিক ভোরের কলামের সম্পাদক তৌহিদ মাহমুদ অপু, দীপ্ত টিভির প্রতিনিধি শাকিল মোল্লা,নিউজ টোয়েন্টিফোরের প্রতিনিধি এইচ এম মহিউদ্দিন, কুমিল্লা প্রতিদিনের ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ জুয়েল রানা,বুড়িচং প্রেসক্লাবের সাধারণ, গাজী টিভি দক্ষিণ জেলা প্রতিনিধি মহিউদ্দিন ভূঁইয়া, এনটিভির মাহফুজ নান্টু, সম্পাদক জহিরুল হক বাবু, দৈনিক আজকের কুমিল্লার হাবিবুর রহমান মুন্না, দৈনিক বার্তা টোয়েন্টিফোরের মঈন নাসের খান রাফি, এশিয়ান টিভি মাহফুজ আনোয়ার সৌরভ, দেশ টিভি সুমন কবির, চ্যানেল নাইনের আহসান হাবীব পাখি, বাংলাদেশ সমাচার মোঃ শাফি, কুমিল্লা টোয়েন্টিফোরের পাভেল, সাংবাদিক আব্দুল্লাহ আউয়াল, সাংবাদিক মোঃ মনির, সাংবাদিক শাহে ইমরান, জুয়েল খন্দকার, সাংবাদিক মোতালেব সাংবাদিক মন্টি,সাংবাদিক মাইনুল হক স্বপন, সাংবাদিক জুয়েল খন্দকার,দৈনিক ইনসাফের মোঃ ইয়াছিন মিয়া সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।