মোঃ এরশাদ, টাঙ্গাইল প্রতিনিধি : র্যাব-১৪ টাঙ্গাইল ও র্যাব-১ গাজীপুরের যৌথ অভিযানে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার গার্মেন্টস শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলার এক আসামীকে গ্রেফতার করা হয়েছে।
গাজীপুর মহানগীর কোনাবাড়ী থানায় বাদী মোঃ লিটন মিয়া (৩৬) এর দায়েরকৃত এজাহার পর্যালোচনা করে দেখা যায় যে, ভিকটিম হৃদয় (১৯) প্রায় ১০ বছর যাবত কোনাবাড়ী থানাধীন গ্রিনল্যান্ড লিমিটেড গার্মেন্টস ফ্যাক্টরীতে মেকানিক্যাল মিস্ত্রি হিসেবে কাজ করত। প্রতিদিনের ন্যায় গত ২৭/০৬/২০২৫ ইং রাত অনুমান ৮ টায় বাসা থেকে ডিউটির উদ্দেশ্যে বের হয়ে যায় কিন্তু ডিউটি শেষে যথাসময়ে বাসায় ফিরে না আসায় ভিকটিমের বড় ভাই এবং মা হৃদয় (১৯) এর অফিস সহ অন্যান্য জায়গায় খোঁজাখুজি শুরু করে। খোঁজাখুজির একপর্যায়ে অফিসের লোকজনের নিকট জানতে পারে যে, হৃদয় (১৯) এর মৃত্যুর বিষয়ে গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর শ্রমিকরা টাঙ্গাইল টু গাজীপুরগামী মহাসড়কের পাকা রাস্তার উপর রাস্তা অবরোধ করে আন্দোলন করছে। গত ২৭/০৬/২০২৫ ইং রাত অনুমান ৮ টা হতে ২৮/০৬/২০২৫ ইং বিকেল অনুমান ৪:৩০ টার মধ্যে যেকোন সময় অজ্ঞাতনামা বিবাদীরা হত্যার উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিত ভাবে কোনাবাড়ী থানাধীন গ্রিনল্যান্ড লিমিটেড ফ্যাক্টরীর ভিতরে ভিকটিম হৃদয় (১৯) কে মারপিট করে গুরুতর জখমকরে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মোঃ লিটন মিয়া (৩৬) বাদী হয়ে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং-১০, তারিখ- ২৮ জুন ২০২৫ ইং ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০।
এরই ধারাবাহিকতায় সিপিসি-৩, র্যাব-১৪, টাঙ্গাইল ও সিপিএসসি, র্যাব-১ গাজীপুর এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ২ জুলাই বুধবার রাত ৯:৩০ টার দিকে টাঙ্গাইল জেলার মধুপুর থানাধীন হলুদিয়া এলাকা হতে গার্মেন্টস শ্রমিক ভিকটিম হৃদয় (১৯) হত্যা মামলার সন্দিগ্ধ আসামী মোঃ শামীম আহমেদ ওরফে সাদেক (৩৪), পিতা- মোঃ সোনা মিয়া, সাং- হলুদিয়া, থানা-মধুপুর, জেলা- টাঙ্গাইল‘কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।