আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলী উপজেলার ২নং কুকুয়া ইউনিয়নের ৮নং ওয়ার্ডের কমিউিনিটি ক্লিনিকে সিএইচ সিপি রিমা আক্তারের বিরুদ্ধে রোগীদের সাথে খারাপ আচরণ হুমকি-ধামকি ও টাকা নিয়ে ওষধ দেয়ার অভিযোগ পাওয়া গেছে। কুকুয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের মো: কুদ্দুস আকন আমতলী উপজেলা নির্বাহী অফিসার বরাবর মঙ্গলবার লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগে জানা যায়, গত ২ নভেম্বর তারিখ মো. কুদ্দুস আকন তার এলার্জি জ্বর ও কাশির জন্য ওষধ নিতে গেলে সরকারী বিধি মোতাবেক ৫ টাকা নেয়ার বিধান থাকলেও তাকে ১০০ টাকা না দিলে ওষধ দিবেনা বলে জানিয়ে দেয়। ভুক্তভোগি কুদ্দুস আকন এ বিষয় দ্রুত ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের উচ্চমহলের আশু হস্তক্ষেপ কামনা করেন।
এ বিষয় অভিযুক্ত সিএইচ সি পি রিমা আক্তার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বিকার করেন।
আমতলী উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যান কর্মকর্তা ডাঃ চিন্ময় হাওলাদার বলেন, তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আমতলী উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান খান মুঠোফোনে বলেন, বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।