৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ১০:২৪| বর্ষাকাল|
শিরোনাম:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঈদযাত্রায় স্বস্তি

Reporter Name
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, জুন ৫, ২০২৫,
  • 204 বার এই সংবাদটি পড়া হয়েছে

মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : বৃহস্পতিবার থেকে পবিত্র ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ঈদের ছুটিতে ঘরে ফিরছেন ঘরমুখো মানুষ। নাড়ির টানে বাড়ি ফেরা এসব মানুষের চাপ বাড়লেও, কোনো যানজট ছাড়া পথ পাড়ি দিচ্ছেন তারা। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নেই যানজট কিংবা ধীরগতি।

বৃহস্পতিবার (৫ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে খোঁজ নিয়ে এসব তথ্য জানা গেছে। মহাসড়কে যাতায়াতকারী চালক ও যাত্রীরা জানান, মহাসড়কের ঢাকা থেকে বের হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত সামান্য কিছু যানজট আছে। তবে নারায়ণগঞ্জের পরে মুন্সিগঞ্জ, কুমিল্লা অংশ পুরোটাই ফাঁকা রয়েছে। খুব অনায়াসেই গাড়িগুলো গন্তব্যে যাচ্ছে।

কুমিল্লার থেকে ঢাকা থেকে আসা এক যাত্রী বলেন, মহাসড়ক একদম ফাঁকা। কোথাও যানজট পাইনি। ঈদযাত্রায় স্বস্তি পাচ্ছি।

একই স্থানে কথা হয় চট্টগ্রাম থেকে আসা নাদিয়া হাবীব নামের এক যাত্রীর সঙ্গে। তিনি ঢাকা পোস্টকে বলেন, চট্টগ্রাম থেকে খুব কম সময়েই কুমিল্লায় এসেছি। কোথাও কোনো যানজট নেই। কর্তৃপক্ষকে ধন্যবাদ এমন সুন্দর একটি ঈদযাত্রা উপহার দেয়ার জন্য।

হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার খাইরুল আলম বলেন, মহাসড়কে চলাচল স্বাভাবিক রাখতে পুলিশের কয়েকস্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। মানুষকে ভোগান্তিহীন একটি ঈদযাত্রা উপহার দিতে আমরা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ