“সাইফুন্নাহার শিউলি”
ভাবছি কথা কমিয়ে দিব
কথা কমিয়ে দিব তাহার সাথে
কথা কমাতে কমাতে
একদিন হয়তো কথা বলাই বন্ধ হয়ে যাবে
তারপর দিন, মাস বছর পেড়িয়ে যাবে,
আর কোনদিন কথাই হবেনা।
এভাবে কথা না হতে হতে
অনভ্যাসে বিদ্যারাশের মতো
একদিন সে ভুলেই যাবে
সকল স্মৃতি সকল কথা।
এরই মধ্যে সে হয়তো
নতুন কোন সম্পর্কে জড়াবে
নতুন কারো কথার মায়ায় পড়বে
পুনরায় কথার অভ্যাস হয়ে যাবে তার।
আর এদিকে দুজন একই শহরে,
একই এলাকায় বা একই মহল্লায় থাকবো
কারনে অকারনে হয়তো দেখাও হবে
কিন্তু আমাদের আর কখনো কথা হবেনা।
আর কোনদিনই কথা হবেনা।