রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। হাসপাতালের ইসিজি টেকনিশিয়ান নিজের কক্ষে তালা লাগিয়ে চিকিৎসকের বেশ ধরে আউটডোরে রোগী দেখছেন বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকনিশিয়ান নিজ দায়িত্ব পালনের পরিবর্তে হাসপাতালে আগত রোগীদের প্রেসক্রিপশন দিচ্ছেন এবং নানা চিকিৎসা পরামর্শও দিচ্ছেন। বিষয়টি জানাজানি হলে হাসপাতালজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, “একজন ইসিজি টেকনিশিয়ানের পক্ষে রোগী দেখা সম্পূর্ণ অনৈতিক ও বেআইনি। এটি স্বাস্থ্যবিধি এবং রোগীর নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।