মোঃ মাসুম সরদার, খুলনা প্রতিনিধি : উপজেলা পর্যায়ের শিক্ষার মান উন্নত করণ ও যুগোপযোগী করার লক্ষ্য নিয়ে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেন রুপসা উপজেলার নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু।
তিনি আজ ৩ হাজার মেধাবী শিক্ষার্থীদের মাঝে তুলে দেন স্কুল ব্যাগ, খাবার পানির পাত্র, ফুটবল, টিফিন বক্স, কিশোরী মেয়েদের জন্য স্যানিটারি ন্যাপকিনসহ ৪০ টি হ্যান্ড মাইক। শিক্ষার্থীরা শিক্ষা সামগ্রী হাতে পেয়ে খুবই আনন্দিত এবং উদ্বেলিত। অভিভাবকরা নির্বাহী কর্মকর্তার এ ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন দেখে খুবই আনন্দিত । এ ব্যাপারে নৈহাটি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সিফাতুল ইসলাম জ্যোতি জানান, আমি গত বছরও শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছিলাম এ বছরও শ্রেণীতে প্রথম স্থান অধিকার করেছি কিন্তু কোন বিদ্যালয় বা কোন প্রতিষ্ঠান তার স্বীকৃতি স্বরূপ কিছুই প্রদান করেনি। আজ এই উপহার সামগ্রী পেয়ে আমার মনে হচ্ছে আমার লেখাপড়ার সাফল্যের আজ স্বীকৃতি পেয়েছি । কাজদিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাবানা খানম বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার এ ধরনের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। তার এ ধরনের উদ্যোগে স্কুলের অন্য শিক্ষার্থীরাও পড়াশোনার দিকে মনোনিবেশ করবে। আজ ১ জুন রবিবার সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ মিলানায়তনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৫২ টি স্কুল ব্যাগ, ৪৯৫ টি ফুটবল, ৪৮৬ টি টিফিন বক্স, ৪৮৬ টি ওয়াটার পট, ৪০ টি হ্যান্ড মাইক এবং ৮০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার আকাশ কুমার কুন্ডু। রূপসা উপজেলা শিক্ষা অফিসার আমিনুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন রূপসা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসকে আনোয়ারুল কুদ্দস, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, রূপসা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওঃ লবিবুল ইসলাম, নৈহাটী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইলিয়াস হোসেন ,প্রধান শিক্ষক যশোমন্ত ধর, মোঃ আহসানউল্লাহ, লুৎফর রহমান, বিউটি পারভিন, রূপসা প্রেস ক্লাবের নবনির্বাচিত সভাপতি তরিকুল ইসলাম ডালিম, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, অভিভাবক সাইফুল ইসলাম বাবলু , তরুণ চক্রবর্তী বিষ্ণু , রূপসা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি কৃষ্ণ গোপাল সেন, জামায়াতে ইসলামী নেতা জাহাঙ্গীর ফকির, ছাত্র প্রতিনিধি ফাহাদ গাজী, তামিম হাসান লিয়ন প্রমূখ।