শিরোনাম :
শাবরুল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্লাস পার্টি অনুষ্ঠি বগুড়ায় সুজনের ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত পঞ্চগড়ের বোদায় তিন শতাধিক মা’দের নিয়ে মা সমাবেশ অনুষ্ঠিত লাকসাম-মনোহরগঞ্জে চাঁদাবাজদের ঠাঁই হবে না : আবুল কালাম  রূপসায় ৭২ ঘন্টা পর ট্রলার দূর্ঘটনায় নিহত মিঠুর মরদেহ উদ্ধার  মাদারগঞ্জে সমবায় সমিতির প্রতারণায় ক্ষুব্ধ গ্রাহকদের অবস্থান, উপজেলা পরিষদে অফিস বন্ধ বোদায় জমি সহ বাড়ি পেলেন জাতীয় মহিলা ফুটবল দলের গোল মেশিন খ্যাত তৃষ্ণা  সুলতানপুর-৬০ বিজিবি ৪ কোটি টাকার ভারতীয় পণ্য আটক করে কুমিল্লা–৬ এ টানা কর্মসূচির দশম দিনে হাজী ইয়াছিনের পক্ষে গণস্বাক্ষর অভিযান ভূজপুরে রাজনৈতিক মামলায় নিরীহ মানুষ গ্রেপ্তার : এসআই খালেদের অপসারণ দাবিতে থানা ঘেরাও ঘোষণা
বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫, ০২:৫১ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে জমি জবরদখল করে ফিসারী খনন, সরকারী কার্লভাট বন্ধ করায় অর্ধশতাধিক পরিবার জলাবদ্ধতায়

Reporter Name / ১০৮২ Time View
Update : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস‍্য ও সাবেক ছাত্রলীগ নেতা কর্তৃক অন‍্যের ফসলি জমি জবরদখল এবং সরকারী কার্লভাট বন্ধ করায় এলাকার প্রাশ অর্ধশতাদিক বাড়ি-ঘর জলাবদ্ধতায় নিমজ্জিত। ভোগান্তির শিকার প্রায় তিন শতাধিক মানুষ।

জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস ইউনিয়নের ঘাগলি গ্রামে সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি ফজলে রাব্বী স্মরণ ও তার মা সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস‍্য শাহানা রব্বানী দলীয় প্রভাব খাটিয়ে ফসলি জমি জবর দখল করে ফিসারী খনন করেছেন। একই সাথে সরকারী কার্লভাট বন্ধ করে দিয়েছেন। এতে গ্রামের প্রায় অর্ধশতাদিক পরিবার জলাবদ্ধতার শিকার হয়েছেন। গত দুই বছর আগে ইউনিয়নের দক্ষিণ আলমপুর মৌজার সিট নং-২, জেএল নং-১৭৫, খতিয়ান নং-৪২৯, দাগ নং-২৪৬৫ ভাটোয়ারার ২১১৫ দাগের ৪৫ শতাংশ আমন জমি এবং জেএল নং-২৪, খতিয়ান-২৬১, দাগ নং-১২১৫, পরিমাণ ১৮ শতক বোরো জমি জবর দখল করে নেয়। এসএ ও আরএস রেকর্ডে এবং দখলে এই জমির মালিক

ঘাগলি গ্রামের মরহুম হাজী ইয়াছিন উল্লাহ তালুকদারের ছেলে নুরুল ইসলাম তালুকদার।

জমির মালিক নুরুল ইসলাম তালুকদার জানান, দল ক্ষমতায় থাকাকালীন সময়ে পুলিশী ভয়ভীতি দেখিয়ে এবং একাধিকবার মামলা দিয়ে পুলিশ বাড়িতে নিয়ে এসে হয়রানি করেছে তারা। এক পর্যায়ে জোরপূর্বক আমার জমিতে মাটি খনন করে ফিসারী তৈরি করে।

নুরুল ইসলাম তালুকদার আরও জানান, আমার দুই দাগের ৬৩ শতাংশ জায়গা জোর দখলে নিলেও এখন আমার দখলে আছে। তবে সরকারী কার্লভাট খুলে দেয়া না হলে পানিবন্ধীতে কষ্টে আছে গ্রামের মানুষ। আমরা কার্লভাট খুলে দেয়ার দাবি জানাই।

এদিকে, এই ফিসারী খনন করতে গিয়ে সরকারী কার্লভাট ভরাট করে ফেলেন। এতে গ্রামের প্রায় ৫০টি পরিবার সামান‍্য বৃষ্টির পানিতে জলাবদ্ধতায় নানা ভোগান্তির শিকার হয়ে আসছেন।

স্থানীয় বাসিন্দা রেজিয়া বেগম, ওয়ারিছ মিয়া, তারিক মিয়া, আবুল কালাম, শিক্ষক আব্দুল হেকিম, মুক্তাদির হোসেন, আবু মুসা, আবু সামা, সায়েম আহমদ, নসিব আলী, ওয়াকিব আলী, আলেক নূর, আছদ্দর আলী, নজরুল মিয়া, নুর মিয়াসহ অনেকে জানান, দলীয় প্রভাব খাটিয়ে সরকারী কার্লভাট বন্ধ করে দেয়া হয়। এতে গ্রামের প্রায় ৫০টি পরিবার জলাবদ্ধতার শিকার হয়ে আসছেন।

ভোক্তভুগি খালেদা বেগম বলেন, দলীয় প্রভাব খাটিয়ে সরকারী কার্লভাট বন্ধ করে দেওয়ায় গত দুই বছর ধরে আমরা পানিবন্ধি হয়ে ভোগান্তির শিকার হচ্ছি। কেউ কিছু বললেই পুলিশী হয়রানিতে পড়তে হতো। এই কার্লভাট খুলে দিতে সংশ্লিষ্ট মহলের উদ‍্যোগ কামনা করছি।

স্থানীয় বাসিন্দা আবুল কালাম বলেন, আমার ও মাষ্টার সাহেবের দেড় কেয়ার জমি জবর দখর করেছে সাবেক জেলা ছাত্রলীগ নেতা ফজলে রাব্বী স্মরণ। আমরা আর জায়গার দখলে যেতে পারিনি। আমাদের রের্কডীয় জমি উদ্ধার করতে আজ বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ-দিরাই মহাসড়কে মানববন্ধন কমসূচী করেছি। প্রশাসনের কাছে আমাদের আকুল আবেদন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে জমি উদ্ধার করে জবরদখলকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক