কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বসতঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন মোসা. সাবা আক্তার (১৫) নামে এক স্কুলছাত্রী। শুক্রবার সকালে উপজেলার সাহেবাবাদ ইউনিয়নের জিরুইন উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তবে আত্মহত্যার কারণ এখনো জানা যায়নি।
নিহত সাবা আক্তার ওই এলাকার মো. আবুল কাশেমের মেয়ে। তিনি স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধুয়ে নিজের ঘরে যায় সাবা। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে খাবার খেতে ডাকলেও সাড়া না পেয়ে জানালা দিয়ে তাকিয়ে দেখেন—সাবা ঘরের সিলিং ফ্যানের সঙ্গে শাড়ি পেঁচিয়ে ঝুলে আছে। পরে পরিবারের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠায়।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, স্কুলছাত্রী সাবার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্তের পর আত্মহত্যার কারণ জানা যাবে।