পঞ্চগড় প্রতিনিধি : ‘পর্যটক আপনজন পরিচ্ছন্ন পর্যটন’এমন প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি পালন করেছে ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন পঞ্চগড়’ নামের একটি সংগঠন।
শনিবার ১৮ অক্টোবর দুপুরে জেলার তেঁতুলিয়া উপজেলার চৌরাস্তা বাজারের ঐতিহাসিক তেতুলতলায় পালন করা হয় এ কর্মসূচি। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তেতুলতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সরকার হায়দারের সভাপতিত্বে কর্মসূচিতে অংশ নেন বিএনপির নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির, ব্যারিস্টার নওফেল জমির, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম, যুবদলের আহবায়ক খন্দকার আবু নোমান এনাম,সদস্য সচিব জাকির হোসেন এবং টুরিস্ট পুলিশ জোনের সদস্যরা।
সংগঠনটির সাধারণ সম্পাদক আতিকুজ্জামান শাকিলের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তাজউদ্দিন আহম্মেদ, সোহেল প্রধান মানিক, সাংগঠনিক সম্পাদক এসকে দোয়েল, মাসুদ রানা, খন্দকার আবু সালেহ ইমরান, জুলহাস উদ্দিন, ফেরদৌস লিটন, রবিউল ইসলাম রতন, মর্জিনা আক্তার মাহি, আসাদুজ্জামান আসাদ, তহিদুল হক, মোস্তাক আহম্মেদ, নুরুজ্জামান দুলাল, আবু বক্কর সিদ্দিক সবুজসহ অনেকে।
কর্মসূচিতে ৬টি ডাস্টবিন স্থাপন করা হয়। এ সময় ব্যারিস্টার নওফেল জমির পর্যটন নগরীর পরিচ্ছন্ন রাখার জন্য ২০টি স্ট্রিক উপহার দিয়ে ব্যবহার পদ্ধতি শিখিয়ে দেন। এ সব স্ট্রিক দিয়ে ময়লা পরিস্কার তুলে ডাস্টবিনে রাখার সহায়ক হিসেবে কাজ করবে।
ব্যারিস্টার নওশাদ জমির বলেন, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশন অব পঞ্চগড় এর উদ্যোগে যে কাজটি হাতে নেয়া হয়েছে, তার মাধ্যমে পর্যটনে উন্নতি করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করি। পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা শুধু পর্যটনের ক্ষেত্রে নয়, পরিস্কার পরিচ্ছন্নতা আমাদের ধর্মীয় ভাবে নিহিত। আসলে পর্যটনের এ সম্ভাবনাকে আমার যদি উন্মেষ করতে চাই তাহলে পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। তার মধ্যে পরিস্কার পরিচ্ছন্নতা নি:সন্দেহে প্রাথমিক স্তর। এ সময় বিশ্বের বিভিন্ন দেশের পর্যটন শিল্পের উন্নয়নে পরিচ্ছন্নতা নিয়ে চমতকার কিছু উদাহরণ তুলে ধরেন। এমনকি বিশ্বকাপ ফুটবলের জাপানের খেলার পর মাঠ পরিস্কার বিষয়টিও তুলে ধরেন। পঞ্চগড়ের পর্যটন শিল্প উন্নয়নে এসব কার্যক্রমের সঙ্গে থাকার প্রতিশ্রæতি দেন তিনি।
আয়োজকরা জানান, পঞ্চগড়ের পর্যটন শিল্প উন্নয়ন ও পর্যটক সেবা প্রদানের লক্ষে এ কর্মসূচি। গত ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে সংগঠনটির আত্মপ্রকাশের পর পরিচ্ছন্ন পর্যটনগরী গড়ে তুলতে পরিচ্ছন্নতা ও ডাস্টবিন কর্মসূচি পালন করছি। এ লক্ষে পর্যটন স্পটগুলোতে যত্রতত্র ময়লা না ফেলতে ব্যবসায়ী থেকে শুরু করে নানা শ্রেণির মানুষকে যত্রতত্র ময়লা না ফেলে নির্দিষ্ট ডাস্টবিনে রাখার জন্য ডাস্টবিন স্থাপন করছি। এ কর্মসূচি আমাদের চলমান থাকবে। আমরা বিশেষ ধন্যবাদ জানাই আমাদের কর্মসূচিতে অংশ নেয়া সবাইকে।