খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : পঞ্চগড়ে তেঁতুলিয়ায় রংপুর থেকে প্রকাশিত দৈনিক সকালের বাণী পত্রিকার দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
রবিবার ৯ নভেম্বর সকালে তেতুলিয়া উপজেলার প্রেস ক্লাবের অফিসে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন,তেতুলিয়া বিএনপি সভাপতি শাহাদত হোসেন রঞ্জু, তেঁতুলিয়া বিএনপি যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, তেঁতুলিয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক আবু সাইয়েদ মিয়া, তেঁতুলিয়া বিএনপি তাতি দলের সভাপতি তাজুদ্দিন আহম্মদ, তেতুলিয়া মৎস্য জীবী দলের সভাপতি আসিক ইকবাল, তেঁতুলিয়া বিএনপি ছাত্র দলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক এবং তেঁতুলিয়া বিএনপি ওলামা দলের সভাপতি, তেঁতুলিয়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি সোহবার আলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল রাজ্জাক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম দৈনিক বাংলা, দৈনিক নওরোজ হাফিজুর রহমান, দৈনিক আমাদের সময়, দৈনিক কালবেলা মোবারক হোসেন, চ্যানেল এস আহসান হাবিব, দৈনিক সকালে বাণী জুলহাস উদ্দিন, দৈনিক মতপ্রকাশ মিজানুর রহমান মিন্টু, দৈনিক আমার সংবাদ রবিউল ইসলাম রতন সহ স্থানীয় সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।
আয়োজনে বক্তারা বলেন, “সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক সকালের বানী অল্প সময়েই পাঠকের আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”
শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপস্থিত সবাই পত্রিকার অগ্রগতি ও সাফল্য কামনা করেন।