শিরোনাম :
জেলা ও উপজেলা পর্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান কুমিল্লায় সওজ কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ৩১ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত বঞ্চিতদের নিয়োগ দিতে হবে জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সেফটির চিন্তায় ব্যস্ত সরকার : সারজিস “জুলাই সনদ” বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায় : জয়নুল আবদিন ফারুক পবিপ্রবি পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান : আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন বোদায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দায়িত্বশীল হাওর পর্যটন, সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার শীর্ষক সুনামগঞ্জে ট্যুরিজম বোর্ডের সেমিনার চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান, সাধারণ সম্পাদক নাসিম তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে পর্যটন উন্নয়নে পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি উদযাপন
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস ২০২৫ উদযাপন 

Reporter Name / ৩৮ Time View
Update : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

খাদেমুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি : ‘টেকসই উন্নয়নে পর্যটন’ – এই প্রতিপাদ্যকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় অনুষ্ঠিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস ২০২৫। এ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি শোভাযাত্রা ও আলোচনা সভা হয়েছে।

আজ শনিবার ২৭ সেপ্টেম্বর বিকেলে নর্থবাংলা ট্রাভেল এন্ড টুরিজমের আয়োজনে তেঁতুলিয়া চৌরাস্তা বাজারের এ দিবস উদযাপন করা হয়।

শোভাযাত্রায় অংশগ্রহণ করেন স্থানীয় পর্যটনপ্রেমী, পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তি, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। শোভাযাত্রাটি তেঁতুলিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় তেঁতুলতলায় এসে শেষ হয়।

এরপর এক সংক্ষিপ্ত আলোচনা সভায় তেঁতুলিয়ার সিনিয়র সাংবাদিক এম এ বাসেদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, তেঁতুলিয়া উপজেলা জাগপার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, তেঁতুলিয়া সাবেক ছাত্র দলের সভাপতি ও তেঁতুলিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সাইদুর রহমান বাবলু, তেঁতুলিয়া সদর ইউনিয়ন জামায়াতের সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন, শালবাহান ইউনিয়ন জাগপার সভাপতি আকবর হোসেন, পঞ্চগড় আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবী মনোয়ার হোসেন, তেঁতুলিয়া নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক আহসান হাবীব ও যমুনা টেলিভিশনের মোহাম্মদ রনি মিয়াজি, তেঁতুলিয়া প্রেসক্লাবের সভাপতি সাবেক সভাপতি সোহরাব আলী, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক খাদেমুল ইসলাম, সিনিয়র সাংবাদিক হাবিবুর রহমান হাবীব, তেঁতুলিয়া রিকশা-ভ্যান সমিতির সভাপতি মনসুর আলী, নর্থবাংলা ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এর পরিচালক মণ্ডলীর সদস্যরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

বক্তারা বলেন, হিমালয়ের পাদদেশে অবস্থিত তেঁতুলিয়া বাংলাদেশের এক অনন্য পর্যটন গন্তব্য। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য, মেঘ ছোঁয়া কাঞ্চনজঙ্ঘা, সমতলের চা বাগান, ঐতিহাসিক স্থাপনা ও স্থানীয় সংস্কৃতি – সব মিলিয়ে রয়েছে বিশাল সম্ভাবনা। সরকারের সহায়তা ও স্থানীয় উদ্যোক্তাদের উদ্যোগে এখানকার পর্যটন খাত আরও এগিয়ে যেতে পারে।

তাঁরা আরও বলেন, শুধু দৃশ্যমান প্রকৃতি নয়, তেঁতুলিয়ার রয়েছে ঐতিহাসিক গুরুত্বও। বাংলাবান্ধা চারদেশীয় স্থলবন্দর, ঐতিহাসিক তেঁতুলগাছ, ডাকবাংলো পিকনিক কর্নারসহ বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের মুগ্ধ করে। আলোচনা সভায় উপস্থিত বক্তারা পর্যটনকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতি, কর্মসংস্থান এবং পরিবেশবান্ধব উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।

তাঁরা বলেন, টেকসই পর্যটন নীতি বাস্তবায়নের মাধ্যমে তেঁতুলিয়াকে দেশের অন্যতম প্রধান পর্যটন হাবে রূপান্তর করা সম্ভব। এছাড়াও তেঁতুলিয়া উপজেলাকে পর্যটননগরী হিসাবে ঘোষণা করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক