শিরোনাম :
জেলা ও উপজেলা পর্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান কুমিল্লায় সওজ কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ৩১ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত বঞ্চিতদের নিয়োগ দিতে হবে জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সেফটির চিন্তায় ব্যস্ত সরকার : সারজিস “জুলাই সনদ” বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায় : জয়নুল আবদিন ফারুক পবিপ্রবি পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান : আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন বোদায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দায়িত্বশীল হাওর পর্যটন, সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার শীর্ষক সুনামগঞ্জে ট্যুরিজম বোর্ডের সেমিনার চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান, সাধারণ সম্পাদক নাসিম তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে পর্যটন উন্নয়নে পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি উদযাপন
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩০ অপরাহ্ন

তেঁতুলিয়ায় মাজরা পোকার আক্রমণে শেষ করে ফেলছে আমন ধান 

Reporter Name / ২৩ Time View
Update : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় মাজরা পোকার আক্রমণে শেষ করে ফেলছে আমন ফসল। দফায় দফায় কীটনাশক ব্যবহার করেও থাকানো যাচ্ছে না পোকার এই তীব্র গতি। এতে একদিক রোপা আমন আবাদের উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অপরদিকে পোকার আক্রমণে ক্ষতিগ্রস্ত আমন ফসলের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা করছেন কৃষকরা।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায়র চলতি রোপাআমন মৌসুমে তেঁতুলিয়া উপজেলায় আমন ধানের চাষের জন্য একটি নির্দিষ্ট লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যা সাধারণত কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দ্বারা নির্ধারিত হয়। এই বছর (২০২৫ সাল), পঞ্চগড় জেলায় মোট এক লাখ ৩০ হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, যার মধ্যে তেঁতুলিয়া উপজেলাও অন্তর্ভুক্ত।। এবার কৃষকরা বেশিরভাগ জমিতে বিনা-১৭, স্বর্ণা-৫ ও ৫১ জাতের ধান চাষ করেন। জমিতে ধান রোপণ করার পর ধানগাছ সবুজ আকার ধারণ করার পর পোকার আক্রমণ থেকে রক্ষা পেতে কৃষকরা কেউ বা কীটনাশক স্প্রে, কেউ বা দানাদার প্রয়োগ করেন। কিন্তু এতে কোন লাভ হয়নি। কিছুদিন পর ধান গাছে মাজরা পোাকার আক্রমণ দেখা দিলে কৃষকরা ওয়ানস্টপ, কেরাটে ও ভিরতাকু নামক কীটনাশ আবারো স্প্রে করেন। তারপর থামানো যাচ্ছে না ধানগাছের মাজরা পোকার আক্রমণ। আক্রান্ত জমিতে মাত্র কয়েক দিনের মধ্যে ধান গাছের পাতা সাদা হয়ে মরে যাচ্ছে। এ অবস্থা চলতে থাকলে অচিরেই ব্যাপক ক্ষতির সম্মুখীন হবে আমন ফসল।

সালগ্রামের কৃষক খাদেমুল ইসলাম বলেন, তার সাড়ে ৭ বিঘা জমির আমন ফসলে মাজরা পোাকর আক্রমণ করেছে। ধানগাছের পাতা সাদা হয়ে মেের যাচ্ছে। পরামর্শ দেয়ার জন্য কৃষি বিভাগের কেউ খোঁজ নেন না।

তেঁতুলিয়া গ্রামের কৃষক ইউসুফ আলী জানান, তার তিন বিঘা জমির ধানগাছে মাজরা পোকার আক্রমণে পাতা মরে বিনষ্ট হচ্ছে। কী উপায়ে ধানগাছ রক্ষা করা যাবে তা নিয়ে দুশ্চিন্তাই রয়েছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক