এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : পঞ্চগড়ের বোদায় ইউনিয়ন কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপ এর আয়োজনে এবং বিকশিত বাংলাদেশ ফাউন্ডেশন ও গণস্বাক্ষরতা অভিযান এর সহযোগিতায় ৯ ও ১২ নভেম্বর ঝলইশালশিরী ও চন্দনবাড়ি ইউনিয়নের দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মায়েদের নিয়ে ‘মা সমাবেশ ‘ অনুষ্ঠিত হয়েছে।
এতে, উপজেলার বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জোতদেবীকান্ত, মোহনঝার হরিপুর, ধর ধরা, চন্দনবাড়ি বানিয়াপাড়া, বালাবাড়ি কালিতলা, তেলিপাড়া ও সিপাইকামাত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক, সিভিল সোসাইটি, স্কুল ম্যানেজমেন্ট কমিটি, কমিউনিটি ওয়াচ গ্রুপ, জনপ্রতিনিধি, ইয়ুথ, শিক্ষকসহ মোট তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন ।
বুধবার ১২ নভেম্বর চন্দনবাড়ী ইউনিয়নের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর অফিস হলরুমে অনুষ্ঠিত মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আজমল আজাদ এবং বিশেষ অতিথি হিসেবে সহকারী শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম সহ দশটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাবেশে উন্মুক্ত আলোচনায় মায়েরা তাদের সন্তানদের নিয়মিত স্কুলে পাঠানো, স্কুল চলাকালীন সময়ে কৃষিকাজে ন্যাস্ত না করা সহ সমাজের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ঝরে পড়া শিশুদের বিদ্যালয় মুখী করার জন্য গ্রাম ভিত্তিক আলোচনার মধ্যদিয়ে স্কুলে পাঠানোর উদ্যোগ নিবেন বলে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজমল আজাদ জানান, সমাবেশে মায়েদের নানান অভিব্যক্তি ছাড়াও শিক্ষকদের নিয়ম মেনে পাঠদান সহ অভিভাবক সমাবেশের মধ্যদিয়ে প্রাথমিক পর্যায়ে পড়াশোনার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে,যা ভবিষ্যতে এই অঞ্চলের প্রাথমিক শিক্ষাব্যবস্থায় আশাব্যঞ্জক বলে মনে করি।