শিরোনাম :
জেলা ও উপজেলা পর্যায়ের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সংশ্লিষ্টদের নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান কুমিল্লায় সওজ কর্মচারীদের ৭ দফা দাবিতে বিক্ষোভ-মানববন্ধন ৩১ডিসেম্বর পর্যন্ত শূন্যপদ যুক্ত করে দ্রুত বঞ্চিতদের নিয়োগ দিতে হবে জনগণের আকাঙ্ক্ষা নয়, নিজেদের সেফটির চিন্তায় ব্যস্ত সরকার : সারজিস “জুলাই সনদ” বাংলাদেশের গণতন্ত্র রক্ষার নতুন অধ্যায় : জয়নুল আবদিন ফারুক পবিপ্রবি পরিদর্শনে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান : আধুনিক ব্যায়ামাগার ভবনের উদ্বোধন বোদায় বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত দায়িত্বশীল হাওর পর্যটন, সমস্যা, সম্ভাবনা ও প্রতিকার শীর্ষক সুনামগঞ্জে ট্যুরিজম বোর্ডের সেমিনার চাঁপাইনবাবগঞ্জ মহানন্দা প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি হাসান, সাধারণ সম্পাদক নাসিম তেঁতুলিয়ায় চৌরাস্তা বাজারে পর্যটন উন্নয়নে পরিচ্ছন্নতা ও ডাস্টবিন স্থাপন কর্মসূচি উদযাপন
রবিবার, ১৯ অক্টোবর ২০২৫, ০৬:৩২ অপরাহ্ন

পঞ্চগড়ে বিএনপি নেতার বায়ুদূষণ রোধে জেলা প্রশাসককে স্মারকলিপি

Reporter Name / ৪২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫

এম আই আকাশ, বোদা, পঞ্চগড় : বায়ুদূষণ সমস্যা সমাধানে পঞ্চগড় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির।

বৃহস্পতিবার ১৬ অক্টোবর বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসক মো. সাবেত আলীর হাতে স্মারকলিপি প্রদান করেন তিনি। এ সময় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল মজিদ, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজার রহমান বাবু, পৌর বিএনপির সদস্য সামসুজ্জামান বিপ্লব, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মনিরুজ্জামান মানিকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে ব্যারিস্টার নওশাদ জমির পঞ্চগড়ের বায়ু দূষণ রোধে পাঁচ দফা কর্মপরিকল্পনা তুলে ধরেন।

তিনি জানান, সড়কের পাশে যত্রতত্র বালু ও পাথরের স্তুপ, অনিয়ন্ত্রিত পরিবহন এবং সেগুলো পরিবহনের সময় সড়কে পড়ে যাওয়া ধুলাবালি পঞ্চগড়ে বায়ু দূষণের প্রধান কারণ। এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বালু ও পাথর পরিবহনে নিয়োজিত শ্রমিকরা, যাঁরা নানা রোগে আক্রান্ত হচ্ছেন ও স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন।

পাঁচ দফা কর্মপরিকল্পনা:

১. পাথর ও বালু শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক, গ্লাভস, বুট, হেলমেটসহ সুরক্ষা সামগ্রী প্রদান।

২. মূল সড়ক থেকে নির্দিষ্ট দূরত্বে বালু-পাথরের স্তুপ রাখার সুনির্দিষ্ট নির্দেশনা প্রণয়ন।

৩. বালু ও পাথরের পরিবহন ও সংরক্ষণে নির্ধারিত গাইডলাইন তৈরি।

৪. পরিবহনের পর রাস্তায় পড়া ধুলাবালি দ্রুত পরিষ্কার করা।

৫. প্রতিটি বালু ঘাট ও পাথরের পয়েন্টে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সমন্বয়ে একটি ইকো-সিস্টেম গড়ে তোলা, যাতে স্থানীয় সরকার অস্থায়ী জনবল নিয়োগ দিয়ে নিয়মিত সড়ক পরিষ্কার করতে পারে।

স্মারকলিপি পাওয়ার পর জেলা প্রশাসক মো. সাবেত আলী জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।

এ সময় জেলা প্রশাসক বলেন, ‘রাস্তার পাশে বালু-পাথরের স্তুপ না রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যারিস্টার নওশাদ জমিরের পরামর্শ আমাদের ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় সহায়ক হবে। সবার সহযোগিতায় আরও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হবে। ’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা

সম্পাদকীয়

সম্পাদক ও প্রকাশক