মোঃ কামাল হোসেন, পটুয়াখালী জেলা প্রতিনিধি : বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প ২ এর অধীনে নির্মানাধীন বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন আসেন। তিনি বিকেল ৩টায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে আসেন। এ সময় চেয়ারম্যানের সহধর্মিণী বাবুনা ফয়েজ ও ইউজিসির অতিরিক্ত পরিচালক (পাবলিক বিশ্ববিদ্যালয়) ড. মহিবুল আহসান তাঁর সঙ্গে ছিলেন।
বিকেল সাড়ে ৩টায় ইউজিসি চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্প ২ এর অধীনে নির্মানাধীন বিভিন্ন স্থাপনা ও অবকাঠামো উন্নয়ন কর্মকান্ড পরিদর্শন শেষে বিশ্ববিদ্যালয়ে নবনির্মিত অত্যাধুনিক জিমনেসিয়াম ভবনের উদ্বোধন করেন।
বিকেল ৪টায় টিএসসির কনফারেন্স কক্ষে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন। উক্ত মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান ও কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল লতিফ। সভার শুরুতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন
সভায় বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বক্তব্যে বলেন,“গবেষণার ক্ষেত্রে আমরা ইতোমধ্যেই দেশের বহু বিশ্ববিদ্যালয়ের তুলনায় অগ্রগামী অবস্থানে রয়েছি। তবে গবেষণা তহবিলের সীমাবদ্ধতা বর্তমানে আমাদের জন্য একটি বড় চ্যালেঞ্জ। যদি পর্যাপ্ত আর্থিক সহায়তা ও প্রণোদনা প্রদান করা হয়, তবে আমাদের গবেষণা কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং আন্তর্জাতিক মানে পৌঁছাতে পারবে।”
প্রধান অতিথির বক্তব্যে ইউজিসির মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. এস. এম. এ. ফায়েজ তাঁর বক্তব্যে বলেন,
“এত স্বল্প সময়ে এত সুন্দর, সুশৃঙ্খল ও অর্থবহ একটি অনুষ্ঠানের আয়োজন সত্যিই প্রশংসনীয়। উপাচার্য মহোদয় এবং তাঁর নিবেদিতপ্রাণ টিমকে আমি আন্তরিক অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল ভুমিকায় রয়েছেন বর্তমান উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। তাঁর চৌকস ও দূরদর্শী নেতৃত্বে বিশ্ববিদ্যালয়টি দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে।”
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।