বগুড়া প্রতিনিধি : সুশাসনের জন্য নাগরিক (সুজন)’র ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বগুড়ায় কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সুজন বগুড়া জেলা শাখার আয়োজনে বুধবার ১২ নভেম্বর সন্ধ্যায় শহরের হোটেল উডবার্ন হল রুমে রাষ্ট্রের গণতান্ত্রিক রুপান্তরে সুজন প্রস্তাবিত জাতীয় সনদের বাস্তবায়ন চাই শীর্ষক আলোচনা সভা জেলা সভাপতি প্রফেসর ড. আশফাক হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হুমায়ুন ইসলাম তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন-সুজনের জেলা শাখার সহ-সভাপতি আব্দুর রহমান, সহ সাধারণ সম্পাদক সেলিম রেজা সানু, সাংগঠনিক সম্পাদক মমিনুর রশীদ শাইন, সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবর রহমান চপল, কোষাধ্যক্ষ নুর হাবীব, সাংস্কৃতি সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক শাকিল আহম্মেদ চৌধুরী রনি, নন্দীগ্রাম উপজেলা সভাপতি খন্দকার মোঃ আব্দুস শুকুর, শাখারিয়া সভাপতি মিজানুর রহমান মিঠু, সদস্য রফিকুল ইসলাম, ববিতা রানী বর্মন, ইউসুফ আলী, সুলতান, জহুরুল ইসলাম, আব্দুর রহমান, আব্দুল হামিদ, আবুল কালাম আজাদ চাঁন, তানভীর হোসেন, গোলাম আনসারী প্রমুখ।