এম আই আকাশ, বোদা,পঞ্চগড় : প্রথম সংশোধিত প্রকল্পের উদ্যোগে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য আবাসন নির্মাণ শীর্ষক এক মত বিনিময় সভা শনিবার ১৮ অক্টোবর বোদা উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আশরাফুল ইসলামের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব হরিদাস ঠাকুর প্রধান অতিথির বক্তব্যে বলেন, ‘পুনরায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই এর কোন সুযোগ নেই। গুরুতর অসুস্থ মুক্তি যোদ্ধাদের বর্তমানে দেশের মধ্যে সুচিকিৎসা সেবা প্রদান চালু আছে। উপজেলা ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনগুলোর কার্যক্রম গতিশীল করার উদ্যোগ নেয়া হয়েছে। বীর নিবাস সম্প্রসারিত করে চিকিৎসা সেবার পরিধি আরো বাড়ানো হবে।
সভায় ইউনিয়ন পরিষদ ও উপজেলা পরিষদে ছবিসহ মুক্তিযোদ্ধাদের তালিকা সংরক্ষণ, চিকিৎসা সেবার সুযোগ বৃদ্ধি, বীর নিবাসের সংখ্যা বৃদ্ধিসহ অসচ্ছল ও অসুস্থ মুক্তিযোদ্ধাদের জন্য সহযোগিতা বৃদ্ধির আবেদন জানান বক্তারা।
এ সময় উপজেলার বীর মুক্তিযোদ্ধারা সহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।