রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জে আল-আকাবা বহুমুখী সমবায় সমিতিসহ ২৮টি সমবায় সমিতির গ্রাহকদের জমাকৃত টাকা ফেরতের দাবিতে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি চলছে।
বুধবার ১২ নভেম্বর সকালে “সমবায় সমিতির টাকা উদ্ধার সহায়ক কমিটি”-র আহ্বানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে হাজারো ভুক্তভোগী উপজেলা পরিষদ চত্বরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচি পালন করেন।
এ সময় প্রতারণার শিকার এক গ্রাহককে দেখা যায় রান্নার উপকরণ—হাড়ি, পাতিল, কাঁথা, বালিশ, থালা-বাসন, চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও মরিচ সঙ্গে নিয়ে এসে আন্দোলনে যোগ দিতে। তার দাবি, “আমরা ঘর ছেড়ে এসেছি, টাকা না পাওয়া পর্যন্ত এখানেই অবস্থান করব। এখন এই চত্বরই আমাদের ঘর।”
অবস্থান কর্মসূচির কারণে উপজেলা পরিষদ এলাকায় সব ধরনের সরকারি অফিস কার্যক্রম বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অন্যান্য দপ্তরের কর্মকর্তারা নিরাপত্তার কারণে অফিসে অবস্থান করতে পারছেন না বলে জানা গেছে।
উদ্ধার সহায়ক কমিটির সভাপতি শিবলুল বারী রাজু চেয়ারম্যান বলেন, “মাদারগঞ্জের ২৮টি সমবায় সমিতির প্রায় ৩৫ হাজার গ্রাহকের সাড়ে সাত শ’ কোটি টাকার আমানত আটকে আছে। প্রশাসনের নজরদারির অভাবেই এসব সমিতির প্রতারণা হয়েছে। আমরা দাবি করছি, সংশ্লিষ্ট চেয়ারম্যান ও পরিচালকদের দ্রুত গ্রেফতার করে গ্রাহকদের টাকা ফেরতের ব্যবস্থা করা হোক।”
স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি শান্ত রাখার আহ্বান জানানো হলেও ভুক্তভোগীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।