কুমিল্লা প্রতিনিধি : সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) প্রায় ৪ কোটি টাকা মূল্যের ভারতীয় অবৈধ পন্য আটক করে।
গত ০৫ নভেম্বর ২০২৫ তারিখ থেকে আজ ১২ নভেম্বর পর্যন্ত ১ সপ্তাহে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) কর্তৃক দায়িত্বপূর্ণ এলাকার ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া, কসবা এবং কুমিল্লা জেলার আদর্শ সদর, ব্রাক্ষণপাড়া ও বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকা হতে অভিযান পরিচালনা করে প্রায় ০৪ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল চাদর, কসমেটিক্স সামগ্রী, ঔষধ, আতশ বাঁজি, গরু, কাভার্ড ভ্যান, সিএনজি, ইজিবাইক এবং খাদ্য সামগ্রী জব্দ করা হয়েছে।
বিজিবি জানায়, প্রায় ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, থ্রি-পিস, শাল চাদর এবং ১ কোটি টাকা মূল্যের ভারতীয় খাদ্য সামগ্রী রয়েছে।
এছাড়াও, মাদক দ্রব্যের মধ্যে রয়েছে, মদ, গাঁজা এবং ইস্কাফ সিরাপ।
ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি আরও জানায় যে, সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি থাকবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক হয়ে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করা হচ্ছে।