মোঃ ইয়াছিন মিয়া, কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লা মিডিয়া কাপ ফুটবল টুর্নামেন্টের (৪র্থ) আসর অনুষ্ঠিত হয়েছে।
উক্ত খেলায় টিম গোমতীকে ৩-১ গোলে হারিয়ে টিম ধর্মসাগর চ্যাম্পিয়ন হয়েছে।
বুধবার ১৫ই অক্টোবর রাত ৭টায় এ খেলা অনুষ্ঠিত হয়।
টিম ধর্মসাগরের পক্ষে, সময় টিভি ইসতিয়াক আহমেদ, দৈনিক ডি’র শরীফ ও ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর দিপু একটি করে গোল করেন।
টিম গোমতির পক্ষে একমাত্র গোলটি করেন কুমিল্লার ডাকের রুহুল আমিন চৌধুরী সুমন।
টিম ধর্মসাগরের পক্ষে খেলেছেন দৈনিক পূর্বাশার নির্বাহী সম্পাদক মাহবুব আলম বাবু, দৈনিক ভোরের সূর্যোদয়ের সম্পাদক এম ফিরোজ, জি টিভির সেলিম রেজা মুন্সী, বৈশাখী টিভির আনোয়ার হোসেন, দৈনিক আজকের কুমিল্লার সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতু, এখন টিভির খালেদ সাইফুল্লাহ, দৈনিক রূপসী বাংলার এন কে রিপন, কুমিল্লা টুয়েন্টি ফোর টিভির তামজিদ হোসেন লিপু, মাই টিভির আবু মুসা, দেশ টিভির সুমন কবির, সময় টিভির ইসতিয়াক আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির তানভীর খন্দকার দিপু, দৈনিক কালবেলার জহিরুল হক বাবু, বাসসের হাসান কামরুল, চ্যানেল নাইনের আহসান হাবীব পাখি, ডেইলি বাংলাদেশ মিররের আসাদুজ্জামান আকন্দ জনি, জাগো কুমিল্লার অমিত মজুমদার, আজকের কুমিল্লার উজ্জল হোসেন বিল্লাল, আজকের কুমিল্লার হাবিবুর রহমান মুন্না, চ্যানেল বাংলাদেশের মহিউদ্দিন মন্টি,ডি’র প্রতিনিধি শরীফ, দৈনিক ইনসাফের মোঃ ইয়াছিন মিয়া।
অপরদিকে টিম গোমতির পক্ষে খেলেছেন দৈনিক ইনকিলাবের সাদিক মামুন, সিটিভির ওমর ফারুকী তাপস, দৈনিক মানবজমিনের জাহিদ হাসান, দৈনিক আজকের কুমিল্লার মামশাদ কবির, দৈনিক যায়যায়দিনের আব্দুল জলিল ভুইয়া, মোসলেহ উদ্দিন, সারাবাংলার রাসেল সোহেল, আজকের জীবনের নেকবর হোসেন, জাগরণী টিভির আশিকুর রহমান আশিক, এনটিভির মাহফুজ নান্টু, এশিয়ান টিভির মাহফুজ আনোয়ার সৌরভ, কুমিল্লা জার্নালের আনোয়ার হোসেন, জিটিভির মোঃ মাঈন উদ্দিন, দৈনিক পূর্বাশার জসিম উদ্দিন, মনির হোসেন, বাংলাদেশ সমাচারের মোঃ শাফি, কুমিল্লার ডাকের রুহুল আমিন চৌধুরী সুমন, বার্তা ২৪ এর মঈন নাসের খান রাফি, চ্যানেল এস টিভির রাজিব সাহা, দৈনিক ভোরের কন্ঠের তৌহিদ খন্দকার তপু, ভোরের কলামের মোঃ জাবিউল মাহিন।
ম্যাচ সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছে দৈনিক ইনসাফের মোঃ ইয়াছিন মিয়া।