রমজান আলী, মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার পাকরুল এলাকায় যমুনা নদীর ভাঙন এখন রূপ নিয়েছে ভয়াবহ দুর্যোগে। গত কয়েক সপ্তাহ ধরে চলমান নদীভাঙনে ইতোমধ্যেই প্রায় সাত শতাধিক পরিবার ঘরবাড়ি, জমিজমা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছে। প্রতিদিনই নতুন নতুন বসতভিটা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, অথচ এখনো পর্যন্ত ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে।
ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে পাকরুল ও কাঠমার কিছু অংশ। এসব এলাকায় নদীভাঙনের তাণ্ডবে কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় স্থাপনাসহ বহু অবকাঠামো নিশ্চিহ্ন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বর্তমানে রাস্তার পাশে, বাঁধের উপর অথবা আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে বসবাস করছে—নেই পর্যাপ্ত খাদ্য, বিশুদ্ধ পানি কিংবা চিকিৎসাসেবা।
এলাকাবাসীর দাবি, শুধু জরুরি ত্রাণ নয়—নদীভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনের ব্যবস্থাও জরুরি।