রংপুর প্রতিনিধি : তানিন গ্রুপের চেয়ারম্যান কহিনুর বেগম আজ বুধবার ২ জুলাই রংপুরের পীরগাছা উপজেলার কৈকুড়ী ইউনিয়নের এক নং চৌধুরানী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে গাছের বিতরণ করেছেন।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদিজা আবেদীন কলেজের অধ্যক্ষ মো: শামিম মন্ডল, আমন্ত্রিণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌধুরাণী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোহাম্মদ আখতার হাবিব রুমি। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র সাংবাদিক মো: মফিদুল ইসলাম সরকার। সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোনীয়া আনসারী, সিরাজুল ইসলাম, আজহারুল ইসলাম, আনজুমানারা বেগম, মোবাশ্বিরা বেগম প্রমুখ।
এ সময় সকল শিক্ষার্থীদের হাতে হাতে গাছের চারা তুলে দেয়া হয়েছে।