৩রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ| ১৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ| ২৩শে মহর্‌রম, ১৪৪৭ হিজরি| রাত ১০:৩৪| বর্ষাকাল|
শিরোনাম:

সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদের আনন্দ মিছিল অনুষ্ঠিত

Reporter Name
  • প্রকাশের সময় : শুক্রবার, জুলাই ৪, ২০২৫,
  • 99 বার এই সংবাদটি পড়া হয়েছে

তৌফিকুর রহমান তাহের, সুনামগঞ্জ বিশেষ বিশেষ প্রতিনিধি : সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন কমিটি অনুমোদন দেয়ায় কৃতজ্ঞতায় কেন্দ্রীয় কমিটির নেতাদের স্বাগত জানিয়ে উৎসবমুখর পরিবেশে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

নবগঠিত কমিটির আহবায়ক এনডি উছমান গনি ও সদস্য সচিব রিদওয়ানুল হক নিহাল এর নেতৃত্বে সুনামগঞ্জে গণতান্ত্রিক ছাত্র সংসদ মিছিলে অংশ নেন।

শুক্রবার (৪ জুলাই ) বিকেলে বিশাল মোটর সাইকেল শোডাউনটি সুনামগঞ্জ আব্দুজ জহুর সেতু সড়কের পশ্চিম পাড় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিনশেষে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সভায় নবগঠিত কমিটির আহবায়ক এনডি উছমান গনি বলেন,গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নবগঠিত কমিটির অনুমোদন দেওয়ায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তিনি বলেন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এর নতুন এবং বাংলাদেশের প্রথম কমিটি হচ্ছে আমাদের সুনামগঞ্জের এই ছাত্র সংসদ। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ যে দিকনির্দেশনা দিবেন,সেই নির্দেশনা আমরা মেনে চলবো।

এ সময় উপস্থিত ছিলেন,সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব,যুগ্ম আহ্বায়ক শরীফ উদ্দিন,নজরুল ইসলাম,জহিরুল ইসলাম তারেক, আলী ইমরান, মিজান মিয়া, সাইফুল ইসলাম, আরিফুল ইসলাম ও দ্বীন ইসলাম,সিনিয়র যুগ্ম সদস্য সচিব ফয়সাল জামান, যুগ্ম সদস্য সচিব সালেহা বেগম, সাজ্জাদুর জামান শাহিন, মাহমুদুল হাসান তোহা, তোফায়েল আহমেদ, নোহান মাহদি চৌধুরী, আরিফুল ইসলাম জোহান, জহিরুল ইসলাম ও মোফাচ্ছির আহমেদ মুহিত,মুখ্য সংগঠক ইকরাম আলী সিয়াম এবং মুখপাত্র নাঈম আহমেদ অন্তর প্রমূখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ