মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে এসএ পরিবহন কুরিয়ারে পাচারের সময় প্রায় অর্ধকোটি টাকার ভারতীয় অবৈধ পণ্য সহ ৬ জনকে আটক করেছে সেনাবাহিনী। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ৭ হাজার ৯২০ পিস কাবেরী মেহেদী, ৭২০ পিস জনসন এন্ড জনসন বেবি শেম্পু, ৮৬৪ পিস জনসন এন্ড জনসন বেবি লোশন, ২ হাজার ৪০০ পিস কেবিজল সাবান,৮ হাজার ১৮৪ পিস কিটক্যাট চকলেট, ৬ রুল কাশ্মীরী পর্দা, ১ হাজার ৬০০ পিস জব্দ করা হয়।
অভিযান শেষে লেফটেন্যান্ট ইফতেখার মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এসএ পরিবহনের কাভার ভ্যান থেকে ভারতীয় মালামাল জব্দ করা হয়। এ সময় ম্যানাজারসহ এসএ পরিবহনের ৬ জনকে আটক করা হয়েছে। অভিযান শেষে মালামালসহ আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply