মো আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি : ঢাকা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে এস আই হাবিবুর রহমান (৪০) ইন্তেকাল করেছেন।
শনিবার বাদ এশা সদর মডেল থানার উদ্যোগে থানা মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রেইনস্ট্রোকে আক্রান্ত হয়ে রাজারবাগ পুলিশ হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি নেত্রকোনা জেলার সদর উপজেলার বাসিন্দা। মৃত্যুকালে ১ মেয়ে ১ ছেলে এবং অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
মরহুমের নামাজে জানাজা রবিবার (১৮ আগষ্ট) সকাল ১০ টায় রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ লাইন প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। পরে নিজ বাড়ি নেত্রকোনা জেলা সদরে দাফন সম্পন্ন করা হবে।
তিনি সুনামগঞ্জ সদর মডেল থানায় এস আই পদে কর্মরত ছিলেন।
মরহুমের রূহের মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন। শোক প্রকাশ এস আই হাবিবুর রহমানের ইন্তেকালে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে শোক প্রকাশ করেছেন সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো আব্দুল আহাদ,ওসি তদন্ত ওয়ালী আশরাফ খান,এস আই উজ্জ্বল,এএসআই মুকুল প্রমুখ।
Leave a Reply