আজ ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৭ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

কালীগঞ্জে ৩ শত শয্যাবিশিষ্ট ডিভাইন মার্সি হাসপাতাল উদ্বোধন

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : গাজীপুরের কালীগঞ্জে ৩ শত শয্যাবিশিষ্ট সর্বাধুনিক ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড এর শুভ উদ্বোধন করা হয়েছে। গাজীপুরের কালীগঞ্জ পূর্বাচলের উত্তর পাশে নাগরী ইউনিয়নের মঠবাড়ি এলাকায় ঢাকা দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড ( ঢাকা ক্রেডিট) ডিভাইন মার্সি হাসপাতালটি প্রায় ৩০ বিঘার জমির ওপর স্থাপিত।

আজ শুক্রবার (২৯ নাভেম্বর) সকালে বাংলাদেশে সমবায়ীদের প্রথম হাসপাতাল ডিভাইন মার্সি হাসপাতাল এর শুভ উদ্বোধন করেন। এর পর ঢাকা ক্রেডিট ইউনিয়নের ৬৪তম বার্ষিক সাধারণ সভা ডিভাইন মার্সি হাসপাতাল প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।

ঢাকা ক্রেডিট ইউনিয়নের সভাপতি ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্ম প্রদেশের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি রোজারিও।

ঢাকা ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মাইকেল জন গমেজ এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান, সমবায় অধিদপ্তরের মহাপরিচালক মো. শরিফুল ইসলাম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি নির্মল রোজারিও, দি সেন্ট্রাল এসোসিয়েশন অব খ্রীষ্টান কো-অপারেটিভস লিমিটেডের চেয়ারম্যান পঙ্কজ গিলবার্ট কস্তা, দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের সাবেক সভাপতি বাবু মার্কুজ গমেজ, ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের উপ-নিবন্ধক (প্রশাসন) মোছা. নূর-ই-জান্নাত ও কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তনিমা আফ্রাদ প্রমুখ।

সুবিধা বঞ্চিত খ্রীষ্টান সমাজের মানুষদের জীবন যাত্রার মান উন্নয়নের সুদূর প্রসারী স্বপ্ন নিয়ে ১৯৫৫ খ্রীষ্টাব্দের ৩রা জুলাই মাত্র ৫০ জন সদস্য নিয়ে সমিতির যাত্রা শুরু হয়। ‘সু-স্বাস্থ্যই সকল সুখের মূল’ এই মূলমন্ত্রকে সামনে রেখে সমিতির সদস্যসহ দেশের সর্বস্তরের জনসাধারণের স্বাস্থ্যসেবা সুনিশ্চিত করণের লক্ষে বাংলাদেশের সমবায়ের ইতিহাসে প্রথম বারের মত ঢাকা ক্রেডিট গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মঠবাড়িতে সমিতির নিজস্ব ক্রয়কৃত জমিতে ৩০০ শয্যাবিশিষ্ট অত্যাধুনিক ডিভাইন মার্সি হাসপাতাল লিমিটেড নির্মাণ কাজ সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ