আজ ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ

Oplus_0

কালীগঞ্জে ৪৮ পিস ইয়াবা ও মাদক বিক্রেয়র নগদ অর্থসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

মোঃ মুক্তাদির হোসেন, স্টাফ রিপোর্টার : আসুন মাদককে না বলি, মাদক মুক্ত কালীগঞ্জ গড়ি। মাদকের ভয়াল থাবা থেকে কালীগঞ্জের যুব সমাজকে মুক্ত করতে মাদক বিরোধী অভিযানে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার, কালীগঞ্জ পৌর সভার ১ নং ওয়ার্ডের বাঙাল হাওলা গ্রাম থেকে আরাফাত শেখ, পিতা: মৃত: তোফাজ্জল শেখ সাং বাঙ্গাল হাওলা ৩৩পিস ইয়াবা ট্যাবলেট, ও মাদক বিক্রয়ের নগদ ৩৮০০ টাকা সহ,২, রহিম শেখ, পিতা মৃত আলী শেখ,সাং বাঙ্গাল হাওলাকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২৪০০, টাকা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোঃ রাসেল সহ সঙ্গীয়পুলিশ।

মঙ্গলবার বার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ৯ টার সময় মাদক বিরোধী অভিযানে কালীগঞ্জ থানা পুলিশ মাদক বেচাকেনা হচ্ছে এরকম গোপন সংবাদের ভিত্তিতে পৌর এলাকার বাঙাল হাওলা গ্রামের রহিমা বেগম এ-র বাড়ির উঠান হইতে উপর অভিযান কালীগঞ্জ থানার তদন্ত কর্মকর্তা মোঃ রাসেল সহ সঙ্গীয়পুলিশ। এ সময় কালীগঞ্জ পৌরসভার ১নং ওযার্ডের বাঙাল হাওলা গ্রামের আরাফাত শেখ (৩৫) তল্লাশি করে ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রির, ৩৮০০ নগদ অর্থ সহ আটক করে। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মামলার প্রস্তুুতি প্রক্রিয়া চলছে।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন জানান, মাদক বিরোধী অভিযানে আরাফাত শেখকে(৩৫), ৩৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ সহ আটক করে,এবং রহিম শেখ(৪৫)। কালীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে। মামলা রেকর্ড করে আজ বুধবার সকালে আসামীদেরকে আদালতে পাঠানো হয়। মাদকের বিরুদ্ধে এরকম অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ