কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে মোবাইল চার্জ দেয়াকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর মধ্যে দুদিন ধরে থেমে থেমে ব্যাপক সংঘর্ষ হয়েছে।
শনিবার রাতে চার ঘন্টা টানা সংঘর্ষের পর রবিবার (১৫ ডিসেম্বর) সকাল থেকে ফের তিন ঘন্টা সংঘর্ষ হয়েছে।ফলে উপজেলা সদর রণক্ষেত্রে পরিণত হয়েছে। সকাল থেকে উপজেলার থানা বাজার পয়েন্ট দুই গ্রামের মানুষ দেশিয় অস্ত্র হাতে সংঘবদ্ধ হয়ে সংঘর্ষে জড়ান। দফায় দফায় সংঘর্ষ ঠেকাতে পুলিশ ব্যর্থ হলে বেলা দেড়টার দিকে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার ও শনিবার দুইদিনের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০০ জন। বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. কামরুজ্জামান রাসেল। শনিবার রাতে এবং রবিবার দুপুরে এ সংঘর্ষ হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি উজায়ের আল মাহমুদ আদনান জানান, শনিবার রাতে কোম্পানীগঞ্জে একটি দোকানে মোবাইল চার্জ দেওয়াকে কেন্দ্র করে দুজনের কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষ চলে রাত ৯টা পর্যন্ত। এসময় বেশকিছু দোকান ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। আহত হন অন্তত ৫০ জন। রাতে সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে রবিবার সকালে ফের মাইকে ঘোষণা দিয়ে কোম্পানীগঞ্জ থানা সদর, বর্ণি ও কাঁঠালবাড়ী গ্রামের লোকজন একে অপরকে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া দেয়। উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে। একইসঙ্গে বিচ্ছিন্ন সংঘর্ষে লিপ্ত হয় উভয়পক্ষ। এতে আহত হন আরও অন্তত ৫০ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ নিক্ষেপ করে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ এলাকায় এখন পর্যন্ত থমথমে অবস্থা বিরাজ করছে।
রাস্তার উভয়পাশে শত শত পর্যটক ও যাত্রীবাহি যানবাহন আটকা পরে। বেলা দেড়টার দিকে সিলেট থেকে সেনাবাহিনী ও র্যাব গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সেই সাথে যান চলাচল স্বাভাবিক হয়।
সংঘর্ষের ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।ঘটনার নিস্পত্তির জন্য স্থানীয় গন্যমান্য ব্যক্তিরা দুনোপক্ষের কাছ থেকে ৫০ লক্ষ টাকা করে সিকিউরিটি নিয়ে চেষ্টা চালাচ্ছেন।
Leave a Reply