আজ ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে সার্ক জার্নালিস্ট ফোরাম প্রেসিডেন্ট রাজু লামার অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক : সার্ক জার্নালিস্ট ফোরামের ইন্টারন্যাশনাল প্রেসিডেন্ট রাজু লামা সার্কভুক্ত দেশগুলোর সাংবাদিকদের প্রতিনিধিত্ব করে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে অংশ নিতে যাচ্ছেন। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে ১০ই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে সাধারণ অধিবেশন।

সার্ক জার্নালিস্ট ফোরামের প্রেসিডেন্ট রাজু লামা আগামী ২০ এবং ২১শে সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘের সদর দফতরে অনুষ্ঠিতব্য সাধারণ পরিষদে অংশ নেবেন এবং দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের পরিস্থিতি, তাদের অভিজ্ঞতা, মানবাধিকার এবং শান্তিরক্ষায় তাদের ভূমিকা সম্পর্কে অবহিত করবেন।

তিনি বলেন, এ সময় অনুষ্ঠিত ‘সাইডলাইন মিটিং -এ সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে গ্রুপ আলোচনায় সার্ক অঞ্চলের সাংবাদিকরা তাদের নিজ নিজ দেশে শান্তি প্রতিষ্ঠা, গণতন্ত্র ও গণতন্ত্র রক্ষায় সার্ক সাংবাদিক ফোরামের ভূমিকা সম্পর্কে অবহিত করবেন।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস সাধারণ পরিষদের সভায় ভাষণ দেবেন।

সার্ক জার্নালিস্ট ফোরাম দক্ষিণ এশিয়ার সাংবাদিকদের অধিকার রক্ষার জন্য কাজ করে যাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই ক্যাটাগরির আরো সংবাদ