নিজস্ব প্রতিবেদক : আজ বৃহস্পতিবার সকালে মতিঝিল কার্যালয়ে সংস্থার ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মমিনুর রশিদ শাইন এর সভাপতিত্বে ও মহাসচিব মুহাম্মদ কামরুল ইসলাম এর সঞ্চালনায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম, যুগ্ম মহাসচিব সিকদার মোহাম্মদ আরিফুল আলম টিটো, সহকারী মহাসচিব মোঃ হাসান সরদার জুয়েল, সাংগঠনিক সচিব মোঃ ওয়াহিদুজ্জামান, অর্থ সচিব মোঃ জামাল হোসেন, প্রশিক্ষণ সচিব মোঃ আজিবুল হক পার্থ,তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী, গবেষণা সচিব মোঃ সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সচিব মোছাঃ আমেনা বেগম, ঢাকা বিভাগের সদস্য সচিব মোঃ মাসুদুর রহমান মিলন, ঢাকা জেলা আহ্বায়ক মোঃ মহসিন উদ্দিন সহ নেতৃবৃন্দ।
সভায় অর্থ সচিব মোঃ জামাল হোসেন কে সহ সভাপতি,কাজী মাহমুদুল হাসান কে যুগ্ম মহাসচিব, তথ্য ও প্রযুক্তি সচিব মোঃ আবেদ আলী কে অর্থ সচিব,ঢাকা মহানগরের আহমেদ আলী ও ঢাকা জেলা আহ্বায়ক মহসিন উদ্দিন কে নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়।
সভায় দ্রুত সময়ের মধ্যে সকল জেলা সম্মেলন করে মহাসমাবেশ সফল করার আহ্বান জানানো হয়। এছাড়াও সভায় মহাসমাবেশ বাস্তবায়ন কমিটি সংশোধন করে কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি মোঃ খায়রুল ইসলাম কে আহ্বায়ক ও যুগ্ম মহাসচিব মোঃ আব্দুল মজিদ কে সদস্য সচিব করা হয়।
Leave a Reply