মেহেরপুর প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামী কোন দলকেই নিষিদ্ধের পক্ষে নয় বলে মন্তব্য করেছেন দলটির সেক্রেটারী জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
আজ শুক্রবার (২২ নভেম্বর), বিকেল ৩ টার দিকে মেহেরপুর শহরের ড. শহীদ সামসুজ্জোহা পার্কে জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখা আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা আমির মাও. মো. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারক হোসাইন, কেন্দ্রীয় মজলিসে সুরা সদস্য ও অঞ্চল টিম সদস্য ড. আলমগীর বিশ্বাস, কুষ্টিয়া জেলা আমির অধ্যাপক আবুল হোসেন ও চুয়াডাঙ্গা জেলা আমির এ্যাড. রুহুল আমিন।
জামায়াতে ইসলামী মেহেরপুর জেলা শাখার রাজনৈতিক সেক্রেটারী মাও. কাজী রুহুল আমিনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে জেলা শাখার সেক্রেটারী মো. ইকবাল হুসাইন, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারী আব্দুস সালাম, গাংনী পৌর আমির আহসানুল হক, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার, সদর উপজেলা আমির মাও. সোহেল রানা, গাংনী উপজেলা আমির ডা. রবিউল ইসলাম, জেলা নায়েবে আমির মাও. মাহবুব উল আলমসহ জেলার বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ক্বারী মো. আজিজুল হক।
এ সময় বিভিন্ন এলাকা থেকে আগত হাজার হাজার নেতাকর্মীর অংশ গ্রহণে সম্মেলন স্থল এক জনসমুদ্রে পরিণত হয়।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, ৫ আগস্ট এর ৪ দিন পূর্বে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করা হয়েছিল কিন্তু তারপর ৪ দিনও টিকতে পারেনি আওয়ামী লীগ। জনরোষে পড়ে শেখ হাসিনা ও শেখ রেহানা দেশ ছেড়ে ভারতে পালাতে বাধ্য হয়েছে।
তারা নির্বাচনে আসতে পারবে কিনা তা জনগণের উপর নির্ভর করবে। তবে কোন দলকে নিষিদ্ধের পক্ষে নয় জামায়াত।
তিনি আরও বলেন, সংস্কারের পর যৌক্তিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এ সময় কবে কিংবা ক’বছর পর তা তিনি উল্লেখ করেননি। নির্বাচন কমিশন, পুলিশ প্রশাসন ও নির্বাহী বিভাগ সংস্কারের পর সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি হলেই নির্বাচন হতে পারে।
সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি অবাধ নির্বাচনে তিনি সহযোগিতা করবেন বলেও জানান।
এ সময় তিনি ঘরে ঘরে ইসলামের দাওয়াত, ইসলামের সঙ্গ জীবন, কল্যাণের দাওয়াত পৌঁছিয়ে জনগণকে এই কাফেলায় সম্পৃক্ত করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
Leave a Reply